মিরপুরে দিনে তিন ম্যাচ

বৃষ্টির পানি জমে এমন অবস্থা, হঠাৎ দেখলে কোনও জলাশয় মনে হতে পারে! অথচ বিকেএসপির মাঠেই হচ্ছিল ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগের খেলা। ভারি বৃষ্টিতে আজকের (মঙ্গলবার) খেলা বাতিল হয়ে গেছে। বৃষ্টির হানায় আগামী চার দিনও বিকেএসপিতে হবে না ম্যাচ। সব খেলা নিয়ে আসা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ফলে, এই ভেন্যুতে পড়ছে ব্যাপক চাপ। সূচি মেলাতে দিনে হবে প্রিমিয়ার লিগের তিন ম্যাচ!

সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। করোনাভাইরাস বিরতির পর শুরু হওয়া ঢাকা লিগ হচ্ছিল তিন ভেন্যু- শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপির দুই মাঠে। তবে সামনের চার দিনের সব ম্যাচ হবে শুধু শেরেবাংলায়।

ভারি বৃষ্টিতে মঙ্গলবারের ছয় ম্যাচের সবকটি পরিত্যক্ত হয়েছে। এরপর জানানো হয়েছিল ম্যাচগুলো পিছিয়ে যাবে এক রাউন্ড করে। কিন্তু সন্ধ্যায় আবার সিদ্ধান্ত পাল্টে গেছে। এক বিজ্ঞপ্তিতে বুধবার থেকে সামনের চার দিনের নতুন সূচি করে জানানো হয়েছে সব ম্যাচ হবে মিরপুরে।

বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘ক্লাব ও বিসিবি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিসিডিএম সিদ্ধান্ত নিয়েছে বিকেএসপির ১ জুনের ম্যাচগুলো শেরেবাংলা স্টেডিয়ামে নিয়ে আসার। সামনের চার দিন (২ জুন থেকে) মিরপুরে দিনে হবে তিনটি করে ম্যাচ।’

নতুন সূচিতে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচ দেড়টায় ও শেষ ম্যাচ সন্ধ্যা ৬টায়। আগের সূচিতে দিবারাত্রির ম্যাচ না থাকলেও বৃষ্টির প্রভাবে এখন রাতেও হবে লিগের খেলা।

আগামীকাল (বুধবার) প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর-খেলাঘর সমাজ কল্যাণ। দ্বিতীয় ম্যাচে খেলবে শেখ জামাল ধানমন্ডি-গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর শেষ ম্যাচে লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেটার্স-শাইনপুকুর।