X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, হায়দরাবাদের বিদায় 

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৫, ০০:১৮আপডেট : ০৬ মে ২০২৫, ০০:৩৯

আইপিএলে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু তাদের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে বৃষ্টি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দল। তাতে প্লে-অফের দৌড় থেকে তৃতীয় দল হিসেবে বাদ পড়েছে প্যাট কামিন্সেরা। তবে শেষ চারের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মহামূল্যবান একটি পয়েন্ট পেয়েছে দিল্লি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে তারা। হায়দরাবাদের আগে প্লে-অফের দৌড়ে থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। 

দিল্লির ইনিংসের পরই নামে বৃষ্টি। এক পর্যায়ে সেটা থামলেও আউটফিল্ড এতই ভেজা ছিল যে ৫ ওভারের ম্যাচের জন্য নির্ধারিত কাটঅফ টাইমের মধ্যে মাঠ শুকানো সম্ভব ছিল না। তাই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। 

বৃষ্টি নামার আগে নিজেদের কাজটা ঠিকই করে রেখেছিল হায়দরাবাদ। দিল্লিকে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের ৭ উইকেটে ১৩৩ রানে থামিয়েছে। শুরুর দিকে ২৯ রানে ৫ উইকেট তুলে দিল্লিকে ধসের মুখে ফেলেছিল হায়দরাবাদ। সেখান থেকে দলকে টেনে নেন ট্রিস্টান স্টাবস ও বিপরাজ নিগম। ৩৩ রানের সেই জুটি ভাঙে নিগমের রান আউটে। ৬২ রানে ৬ উইকেট পড়ার পর একশর নিচে অলআউটের শঙ্কা জাগে। ঠিক তখন ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা আশুতোষ ত্রাতা হয়ে আসেন ইনিংসে। ২৬ বলে ৪১ রানের ইনিংসে দিল্লিকে একশ পার করান তিনি। বিদায় নেওয়ার আগে তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছয়। তাকে সঙ্গ দেন স্টাবসও। প্রোটিয়া ব্যাটার অপরাজিত থাকেন ৪১ রানে। সপ্তম উইকেটে এই জুটি যোগ করেছে ৬৬ রান। স্টাবসের ৩৬ বলের ইনিংসে ছিল ৪টি চার। 

হায়দরাবাদের হয়ে ১৯ রানে তিনটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। একটি করে নেন জয়দেব উনাদকাট, হার্শাল প্যাটেল ও ইশান মালিঙ্গা।  

/এফআইআর/     
সম্পর্কিত
লখনউকে হারিয়ে দুই নম্বরে পাঞ্জাব
শেষ বলে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা
গ্লেন ম্যাক্সওয়েলের বদলি পেয়ে গেছে পাঞ্জাব
সর্বশেষ খবর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ