ঘরোয়া ক্রিকেটে ফিরলেন বাট-আসিফ

আমিরের পর এবার ঘরোয়া ক্রিকেটে ফিরলেন ফিক্সিংয়ের দায়ে শাস্তি কাটানো সালমান বাট ও মোহাম্মদ আসিফ। রবিবার ঘরোয়া ক্রিকেটে চার দিনের ওয়ানডে টুর্নামেন্ট খেলতে মাঠে ফিরেছেন এই দুই ক্রিকেটার।
আমিরসহ এই দুই ক্রিকেটার ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হন। এ ঘটনায় ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোসহ জেলও কাটান তারা। 
গত সেপ্টেম্বরেই তাদের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। ইতোমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ খেলতে পাকিস্তান দলে স্থান পেয়েছেন তাদের সতীর্থ মোহাম্মদ আমির। 
বাট ও আসিফ এই মুহূর্তে হায়দ্রাবাদে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভলপমেন্ট অথোরিটির হয়ে খেলছেন।

নিজের ফেরা প্রসঙ্গে বাট বলেছেন, ‘নিজেকে নির্ভার লাগছে। মনে হচ্ছে পুনর্জন্ম।’

আসিফ বলেছেন, ‘আমি নিজের জীবনে কঠিন সময় পার করেই এখানে এসেছি। গত ৫ বছর ছিল আমার ও পরিবারের জন্য দুর্বিষহ।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তাদের পুনর্বাসন প্রক্রিয়াগুলো পুরোপুরি সম্পন্ন করতে হবে। এছাড়া আরও উচ্চমানের পারফরম্যান্সও দেখাতে হবে।’

/এফআইআর/