‘ছায়া জাতীয় দল’ গঠনের ঘোষণা বিসিবির

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি নতুন ‘শ্যাডো টিম’ বা ‘ছায়া জাতীয় দল’ তৈরির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। মঙ্গলবার সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সামনে এই ঘোষণা দেন।

বোর্ড সভাপতি বলেছেন, ‘শ্যাডো জাতীয় দল। জাতীয় দলে ডাক না পাওয়ারা এই দলের হয়ে খেলবে। জাতীয় দলের অনুশীলনের যেকোনও সুবিধা তারা পাবে। তাদের দলের বাইরে থাকার সময় কীভাবে নিজেদের তৈরি রাখবে এই চিন্তা থেকে এই শ্যাডো জাতীয় দল তৈরি হয়েছে। এখানে হেড কোচের অধীনেই দেশীয় কোচরা সারা বছর এই ক্রিকেটারদের নিয়ে কাজ করবে। এখানে কোনও একটা পজিশনে যদি ক্রিকেটার বাছাই করতে হয়, এই দল থেকে সরাসরি নিয়ে নেবে। এক পজিশনের জন্য কয়েকজন ক্রিকেটার থাকবেন। যেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়।’

শ্যাডো দলের সুবিধা উল্লেখ করতে গিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘ইমরুল কখনও জাতীয় দলের বাইরে থাকে, সৌম্য কখনও বাইরে চলে যায়। এমন যারা আছে তাদের তৈরি রাখতেই ছায়া জাতীয় দল করা হয়েছে।’

জাতীয় ছায়া দল পরিচালনা করবেন বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ ও খালেদা মাহমুদ সুজন।

বোর্ড সভা

এছাড়া বোর্ড সভায় মুশফিক-তামিমদের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তাদের মেয়াদ।  

২০১৬ সালের অক্টোবরে দায়িত্ব পাওয়া এই নির্বাচক কমিটির মেয়াদ গত ৫ বছরে কয়েক দফা বেড়েছে। সর্বশেষ বার বাড়ানো মেয়াদ শেষ হয়েছে গত মাসেই। মঙ্গলবার নতুন করে আবার দুই নির্বাচকের সঙ্গে চুক্তি বাড়ালো বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।