শিরোপা লড়াই থেকে ছিটকে গেলো সাকিবের মোহামেডান

প্রিমিয়ার টি-টোয়েন্টিতে হারের বৃত্তেই আটকে আছে সাকিববিহীন মোহামেডান। টানা চার হারে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে মোহামেডান ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ৬ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে শেখ জামাল। এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকলো শেখ জামাল।

১৩৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আশারাফুল, সোহান ও তানভীরের ব্যাটে জয়ের দেখা পেয়েছে শেখ জামাল। আশরাফুল ৪২ বলে ৪ চার ও ১ ছক্কায় করেছেন ৩৮ রান। এছাড়া সোহানের ব্যাট থেকে আসে অপরাজিত ৩১ বলে ৩৬ রান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন তানবীর হায়দার। ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করেন তিনি। তাতে শেখ জামালের জয় নিশ্চিত হয়ে যায় খুব সহজে।

মোহামেডানের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন শুভাগত, আবু জায়েদ ও আসিফ হাসান।

এর আগে পারভেজ হোসেন ইমন ও শামসুর রহমান শুভর ব্যাটে ৯ উইকেটে ১৩৩ রান তোলে মোহামেডান। সর্বোচ্চ ৪৯ রান করেন শুভ। ইমনের ব্যাট থেকে আসে ৪৬ রান। এছাড়া ১৭ রান করেন ইরফান শুক্কুর। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বল হাতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার পেসার ইবাদত হোসেন। ৩ উইকেট পেয়েছেন জিয়াউর রহমানও।