বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সূচি বদলে গেলো

মঙ্গলবার শেষ হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু হুট করেই বদলে গেলো দুই দলের টি-টোয়েন্টি সিরিজের সূচি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সূচি ঘোষণা করেছে।

সূচি অনুযায়ী আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু নতুন সূচি অনুযায়ী ঈদের পর দিন অর্থাৎ ২২ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ পরের দিনই, ২৩ জুলাই। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২৫ জুলাই। আগের সূচিতে ম্যাচ হওয়ার কথা ছিল ২৩, ২৫ ও ২৭ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে সবক’টি ম্যাচ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

২২ জুলাই-প্রথম ম্যাচ (হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড)

২৩ জুলাই-দ্বিতীয় ম্যাচ (হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড)

২৫ জুলাই-তৃতীয় ম্যাচ (হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড)।