মুশফিক খেলতে পারবেন না, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া

বাবা-মায়ের অসুস্থতার কারণে টেস্ট সিরিজ খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। এই মুহূর্তে বাবা-মা সুস্থ হলেও মুশফিক ফিরতে পারছেন না দলে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া কঠিন কোয়ারেন্টিন শর্তেই খেলা হচ্ছে না এই উইকেটকিপার ব্যাটসম্যানের। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

বাবা-মায়ের করোনা আক্রান্তের খবর শুনে দেশে ফিরে আসেন মুশফিক। দেশে ফেরার পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার অংশ নেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এ কারণে বিসিবি যোগাযোগ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে। কিন্তু সিএ বিষয়টিতে কোনও ছাড় দিতে রাজি হয়নি। তারা জানিয়ে দিয়েছে, মুশফিক খেলতে পারবেন না।

আকরাম বলেছেন, ‘মুশফিকের বাবা-মা অনেকটাই সুস্থ এখন। মুশফিক খেলতে চেয়েছিল। আমরা বিষয়টি অস্ট্রেলিয়ার কাছে পাঠিয়েছিলাম। কিন্তু ওরা কোনও ছাড় দেয়নি। মুশফিককে না পাওয়াটা হতাশার। কিন্তু ওরা যেহেতু আগেই এই সিদ্ধান্ত জানিয়েছিল, সত্যিকার অর্থে কিছু করার নেই।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু গুরুত্বপূর্ণ এই সিরিজে খেলতে পারছেন না মুশফিক। বাংলাদেশ সফর নিশ্চিত করতে বেশ কিছু শর্ত দিয়েছিল অস্ট্রেলিয়া। তারই একটি ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। জিম্বাবুয়ে সফরে থাকা ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থাকায় তাদের ১০ দিনের কোয়ারেন্টিন করতে হবে না। তারা বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন হোটেলে।

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে মুশফিক টি-টোয়েন্টি খেলবেন না বলে জানিয়েছিলেন। ফলে নির্বাচকরা তাকে টি-টোয়েন্টিতে রাখেননি। পরবর্তীতে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের কথা শুনে টি-টোয়েন্টিও খেলতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বাবা-মায়ের অসুস্থতার খবর শুনে টি-টোয়েন্টি তো দূরে থাক, ওয়ানডেও খেলেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় একটি সিরিজও মিস করতে যাচ্ছেন তিনি। তবে দুই দিন আগে কোয়ারেন্টিনে গেলে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারতেন।

আগামী ২৯ জুলাই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচটি ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। তবে ম্যাচগুলো কখন শুরু হবে, তা জানায়নি বিসিবি।