অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

চোট সংশয়ে ছিলেন লিটন দাস। অস্ট্রেলিয়া সিরিজের শুরুর দিকে তাকে যে পাওয়া যাবে না, তেমন ইঙ্গিত দিয়েছিলেন প্রধান নির্বাচক। পরে জানা গেলো, ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজেই আর পাওয়া যাচ্ছে না তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার রাতে ই-মেইলের মাধ্যমে অবশ্য বিস্তারিত জানায়নি। শুধু বলেছে, জরুরি পারিবারিক প্রয়োজনে জিম্বাবুয়ের জীবানু সুরক্ষিত বলয় ছেড়ে গেছেন লিটন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, পরিবারের সদস্য অসুস্থ থাকাতে দ্রুত ফিরে আসতে মনস্থির করেছেন লিটন। আকরাম আরও বলেছেন, ‘পরিবারের এক সদস্য অসুস্থ থাকায় লিটন দ্রুত দেশে ফিরতে চেয়েছে। এমনিতেই দুটি টি-টোয়েন্টিতে তাকে পাওয়ার কথা ছিল না।’

এর আগে বাবা-মা অসুস্থ থাকা জিম্বাবুয়ে সফরের মাঝপথেই ফিরে আসেন মুশফিকুর রহিম। এই অবস্থায় অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া কোয়ারেন্টিনের শর্ত তিনি পালন করতে পারেননি। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলার সুযোগ তিনি পাচ্ছেন না। তামিম ইকবাল ইনজুরি আক্রান্ত হওয়ায় তিনিও ছিটকে গেছেন এই সিরিজ থেকে। সর্বশেষ লিটনও ছিটকে যাওয়ায় ধাক্কাই খেতে হলো বাংলাদেশকে!