পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ৯ ওভারের ম্যাচটিও শেষ হলো না

বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের পৌনে ৪ ঘণ্টা পর শুরু হলো খেলা। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি ম্যাচটির পরিধি কমে দাঁড়ায় ৯ ওভারে। তারপরও শেষ করা গেলো না ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্ট! ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস শেষ হতে আবার বৃষ্টি শুরু হলে পরিত্যক্ত হয়েছে বার্বাডোসের ম্যাচটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাদের সেই উপলক্ষ ‘পানি’ করে দিয়েছে বৃষ্টি। বার্বাডোসের ম্যাচে ক্যারিবিয়ান একাদশের সম্মলিত ম্যাচ সংখ্যা ছিল ৫২১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একের পর এক সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ হতেই আবার নেমে পড়েছে পাকিস্তানের বিপক্ষে। কুড়ি ওভারের দুই শক্তিধর দলের লড়াই দেখার অপেক্ষা ছিল ক্রিকেট বিশ্বের। কিন্তু বৃষ্টি সেই উত্তেজনায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে।

অনেক অপেক্ষার পর ৯ ওভারে নেমে এলেও উপভোগ্য ম্যাচের প্রত্যাশা ছিল। বিশেষ করে ক্যারিবিয়ানদের ব্যাটিং। যদিও তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি। এক কাইরন পোলার্ড ছাড়া সবাই ব্যর্থ। স্বাগতিক অধিনায়ক ৯ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ২২ রানে। ১১ বলে ১৩ রান করেছেন নিকোলাস পুরান।

পাকিস্তানের বোলারদের সামনে ব্যর্থতার মিছিলে হেঁটেছেন লেন্ডল সিমন্স (৯), এভিন লুইস (৬), ক্রিস গেইল (৭), আন্দ্রে রাসেল (৭) ও শিমরন হেটমায়ার (৫)। এরপরও নির্ধারিত ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ স্কোরে জমা করে পারে ৫ উইকেটে ৮৫ রান।

পাকিস্তানের হাসান আলী ২ ওভারে ১১ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন অভিষিক্ত পেসার মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ।