সিরিজ শেষ অস্ট্রেলিয়ার মেরিডিথের

আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেইনে ছিটকে গেছেন পেসার রিলে মেরিডিথ। তার বদলে দলের সঙ্গে থাকা রিজার্ভ পেসার নাথান অ্যালিসকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মেরিডিথের ছিটকে যাওয়ার আগে চোটে বাংলাদেশে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগে থেকেই ছিলেন না স্টিভেন স্মিথ। এছাড়া ব্যক্তিগত কারণে আসেননি গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার। সব মিলিয়ে তাই বাংলাদেশের ‘বিরুদ্ধ’ কন্ডিশনে হয়তো কঠিন পরিস্থিতির মুখেই পড়তে হবে সফরকারীদের। 

যদিও বাংলাদেশও নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারছে না। অস্ট্রেলিয়ার কঠিন শর্তের বেড়াজালে মুশফিকুর রহিমের খেলা হচ্ছে না। লিটন দাস ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন এই সিরিজ থেকে। আর তামিম ইকবাল ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন। সব মিলিয়ে তরুণ ‘অনভিজ্ঞ’ একটি দল নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার শেষ দিনের মতো প্রস্তুতি নিয়ে মঙ্গলবার থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়া দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস, জশ হ্যাজেলউড, মোয়েসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।