বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ: বিসিবি বলছে এখনও আলোচনা চলছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সূচিটা করেছিল আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেই। কিন্তু সোমবার (২ আগস্ট) তিন টি-টোয়েন্টির সঙ্গে তিন ওয়ানডের সেই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার খবর ছেপেছে ইংল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সফরটি নিয়ে এখনও আলোচনা চলমান!

বিসিবির প্রধান নির্বাহী ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে বলেছেন, ‘ওয়ানডে সিরিজটির সূচি পরিবর্তন নিয়ে ইসিবির সঙ্গে আমাদের আলোচনা চলছে। যেহেতু সামনে একটি বিশ্বকাপ আছে এবং সব দলেরই ঠাসা সূচি, ক্রিকেটারদের বিশ্রামের কথাও আমাদের ভাবতে হবে। যদিও এটার মানে এই নয় যে এই সেপ্টেম্বর-অক্টোবরে সিরিজটি হচ্ছে না। আলোচনা এখনও চলমান।’

মূলত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সুপার লিগের নির্ধারিত ম্যাচগুলোতে অংশ গ্রহণ করতেই হবে। সেই হিসেবে প্রধান নির্বাহী জানিয়েছেন নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন না হলেও ওয়ানডে সুপার লিগের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই সিরিজটি হবে, ‘যদি সিরিজটি আগের সূচিতেই থাকে, তাহলে তা আর জানানোর কিছু নেই। যদি নতুন সূচিতে হয়, আমরা সময়মতো তা জানিয়ে দেব। সেক্ষেত্রে ওয়ানডে সুপার লিগের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই সুবিধাজনক কোনো সময়ে সিরিজটি হবে।’

প্রধান নির্বাহীর কথা অনুযায়ি ওয়ানডে সিরিজটি নির্ধারিত সময়ে না হলেও সুবিধাজনক সময়ে হবেই। সেক্ষেত্রে শঙ্কা থেকে যায় টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে।

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা ছিল সীমিত ওভারের সিরিজ দুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যেহেতু ছিল ভারত, তাই ওই দেশের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের মিল থাকায় কুড়ি ওভারের বিশ্বকাপের ‘প্রস্তুতি’ পর্ব সারার পরিকল্পনা ছিল ইংলিশদের। বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আবর আমিরাত ও ওমানে সরে গেলেও নির্ধারিত সূচিতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু সোমবার হুট করেই সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ইংল্যান্ড।