আইসিসির সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বিসিবি

আগামী অক্টোবরে ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হতে আরও কয়েক মাস বাকি থাকলেও বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ১০ সেপ্টেম্বর। অংশ নিতে যাওয়া দলগুলোকে আগামী ১০ সেপ্টম্বরের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড দিতে হবে। স্বাভাবিক সময়ে ১৫ ক্রিকেটার নিয়েই গঠিত হতো বিশ্বকাপ দল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, করোনার এই সময়টাতেও ১৫ জনের বেশি স্কোয়াডে রাখা যাবে না! আইসিসির এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বার্ড (বিসিবি)।

আইসিসির সিদ্ধান্তে নাখোশ হওয়ার কারণটা যৌক্তিক। করোনাকালীন সময়ে মাত্র ১৫ ক্রিকেটারকে নিয়ে লম্বা সফরে যাওয়া খুব কঠিন। হুট করে কেউ করোনা আক্রান্ত হলে বা চোটগ্রস্ত হলে-তার বিকল্প এনে দ্রুত খেলানো অনেকটাই অসম্ভব। 

আইসিসির নিয়ম অনুযায়ী বিশ্বকাপ দল ১৫ সদস্যের বেশি হওয়া যবে না। সাপোর্টিং স্টাফ আর টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সংখ্যাটা হবে সর্বোচ্চ ২৩ জনের। এমন নিয়মে অসন্তুষ্টি জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই কম আমার মনে হয়। মহামারীর কারণে ব্যাকআপ খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা প্রয়োজন ছিল।’

বাড়তি ক্রিকেটারের জন্য বোর্ড যাবতীয় খরচ বহন করবে, এমন নিয়ম যদিও আছে। কিন্তু জালাল ইউনুস মনে করেন, এই সময়টাতে আইসিসি-ই স্কোয়াডটা বড় করতে পারতো, ‘বাড়তি খেলোয়াড় নিলে নিজ নিজ খরচে নিতে হবে। সেটাই করতে হচ্ছে। মহামারীর জন্য স্কোয়াড আরও বড় হলে ভালো হতো।’
  
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে আগে প্রথম পর্বের বাধা টপকাতে হবে বাংলাদেশকে। স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে জিতেই যেতে হবে পরের রাউন্ডে।