আভিষ্কা ফার্নান্ডোর সেঞ্চুরিতে শ্রীলঙ্কার জয়ে শুরু 

সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে আভিষ্কা ফার্নান্ডোর সেঞ্চুরিতে ৯ উইকেটে স্বাগতিকরা করে ৩০০ রান। জবাবে সফরকারী দক্ষিণ আফ্রিকা থেমে গেছে ২৮৬ রানেই। তাতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানেও এগিয়ে গেছে লঙ্কানরা।

টস জিতে আগে ব্যাট করে শুরুটা ভালোই ছিল লঙ্কানদের। ওপেনিং জুটিতে ৫৭ রান তুলে বিদায় নেন মিনোদ ভানুকা (২৭)। ভানুকা রাজাপাকসে (০) দ্রুত বিদায় নিলেও ওপেনিংয়ে নামা ফার্নান্ডো তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তৃতীয় উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭৯ এবং চতুর্থ উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে তার ৯৭ রানের জুটিতেই তিনশো ছুঁতে পারে লঙ্কানরা। ১১৫ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ফার্নান্ডো খেলেন ১১৮ রানের ইনিংস। ম্যাচসেরাও হন তিনি। এছাড়া ধনাঞ্জয়ার ৪৪ এবং আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৭২ রানের ইনিংস। প্রোটিয়া বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন কেশভ মহারাজ ও কাগিসো রাবাদা।

৩০১ রানের জবাবে খেলতে নেমে প্রোটিয়াদের শুরুটাও ভালোই হয়েছিল। জানেমান মালান ২৩ রানে আউট হলে ছন্দপতন ঘটে সফরকারীদের। দুর্ভাগ্য দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় উইকেটে জুটিতে দুর্দান্ত খেলতে থাকা তেম্বা বাভুমা ইনজুরিতে পরে স্বেচ্ছায় অবসরে যান। ৩৮ রানে সাজঘরে ফেরার আগে ১০৬ রানের জুটি গড়েছিলেন ওপেনিংয়ে নামা এইডেন মারক্রামের সঙ্গে। কিন্তু বাভুমা ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ৯৬ রানে ফিরে যান মাক্ররামও। এর পরেই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে প্রোটিয়ারা। রাসি ভ্যান ডার ডাসেন (৫৯) ও হেনরিক ক্লাসেন (৩৬) চেষ্টা করলেও স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকে থাকতে পারেনি। ২৮৬ রানেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। লঙ্কান বোলারদের মধ্যে আকিলা ধনাঞ্জয়া সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।