X
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:১৮

আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী ১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা। ওইদিনই তারা চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
   
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রথমে এই সফরের পূর্ণাঙ্গ সূচিই প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও কিছুক্ষণ পরেই আবার একটি বিজ্ঞপ্তিতে একটি ওয়ানডে ও দুটি টেস্টর সূচি বাদ দিয়ে প্রকাশ করে বিসিবি। আগের সূচি অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে কোনও ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ছিল না। তিনটি টি-টোয়েন্টি সিলেটে, তিনটি ওয়ানডে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার পর দুটি টেস্ট সিলেট ও চট্টগ্রাম হবে- এভাবে সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে নতুন করে পাঠানো সূচিতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডের সূচি প্রকাশ করে বিসিবি। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও শেষটি হবে বিকাল ৩টায়। কুড়ি ওভারের সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে ১৩ ও ১৫ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হবে। বাকি ওয়ানডে ম্যাচটি কোথায় হবে সেটি দ্বিতীয়বার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। দুটি ওয়ানডে শুরু হবে বেলা আড়াইটায়।

এদিকে ২২ মার্চ প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ। দুটি ম্যাচে কোথায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি বিসিবি। তবে আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম টেস্টটি সিলেটে এবং দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
কলম্বোয় একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ছয় হাতির মৃত্যু
শ্রীলঙ্কার বিদ্যুৎ গ্রিডে বানর, দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট
সর্বশেষ খবর
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
বাংলাদেশের ক্যাম্পে হামজা, ফাহমিদুল ইস্যুতে তাবিথের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
মসজিদে কুপিয়ে জখমের ঘটনায় আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
বিমানের মৌখিক পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক
সর্বাধিক পঠিত
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
খুলছে উড়াল সেতু, এবার উত্তরের ঈদযাত্রা হবে স্বস্তির
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের নামে মামলা, ছাত্রদলের প্রতিবাদ
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
খেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
ঝুঁকির মুখে ব্যাংক খাতখেলাপি ঋণের অর্ধেকের বেশি ৫ ব্যাংকে, ১৬টির মূলধন ঘাটতি
জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাজাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত