১৫-২০ রানের আক্ষেপ জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে পরাজিত হয়েছে জিম্বাবুয়ে। তবে দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা মনে করেন গল্পটা ভিন্ন হতে পারতো যদি তাদের স্কোর বোর্ডে আরও ১৫-২০ রান বেশি যোগ হতো।

শুক্রবার জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মাসাকাদজা। ব্যাট হাতে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে আসেন তিনি। ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে মাসাকদজা বলেন, ‘আমরা অন্তত ১৮০ রানের চিন্তা করেছিলাম। শেষ দিকে ১৫-২০ রান কম হওয়ায় সেটা হয়নি। উইকেট অনেক ভালো ছিলো; সহজেই ব্যাটে আসছিলো। আমরা যদি ১৮০ রান করতে পারতাম, তাহলে ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারতো।’হ্যামিল্টন মাসাকাদজা

আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পরের ম্যাচে সমতায় ফেরার ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘নিজের যে দায়িত্ব থাকে, সেটা নিশ্চিত করাই আমার কাজ। কেউ সমর্থন জুগিয়ে গেলে সেটা ভালো। আমরা যদি একসঙ্গে ঠিকঠাক খেলতে পারি, ফলাফল আমাদের পক্ষে আসবেই।’

এই সিরিজে পানিয়াঙ্গারাকে না পাওয়াটা হতাশাও ব্যক্ত করলেন মাসাকাদজা। তিনি বলেন, ‘তার (পানিয়াঙ্গারা) মতো অভিজ্ঞ পেসারকে না পাওয়াটা আমাদের জন্য বড় ক্ষতি। সে না থাকায় ক্রেমারের উওর দায়িত্বটা বেশি চলে এসছে। বেলা শেষে আমাদের যা আছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। আশা করি তরুণরাও দলের জন্য ভালো কিছু করতে এগিয়ে আসবে।’

/এমআর/