শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় প্রোটিয়ারা

প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ১৪ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয় তুলে নিয়েছেন সফরকারীরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্বাগতিকদের ৬৭ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে প্রোটিয়ারা ২৮৩ রান সংগ্রহ করেন। বৃষ্টি আইনে লঙ্কানদের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ২৬৫। কিন্তু লঙ্কানরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। জানেমান মালানের সেঞ্চুরিতে তিনশ’ রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন সফরকারীরা। কিন্তু বৃষ্টি বাধায় সেটি আর হয়নি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান। মালান ১৩৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ১২১ রানের ইনিংস খেলেন। যা তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। এছাড়া রেজা হেন্ড্রিক্সের ব্যাট থেকে আসে ৫১ রান।

লঙ্কান বোলারদের মধ্যে চামিকা করুণারত্নে ও দুষ্মন্থ চামিরা দুটি করে উইকেট নিয়েছেন।

২৬৫ রানের নতুন লক্ষ্যে খেলতে গিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন স্বাগতিকরা। ৬১ রানে টপ অর্ডারের চার উইকেট হারিয়ে বিপদে পড়া শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে নেমে চারিথ আসালঙ্কা ৭৭ রানের ইনিংস খেললেও সেটি জয়ের জন্য যথেস্ট ছিল না। টি-টোয়েন্টিতে বোলাদের র‌্যাঙ্কিংয়ে থাকা তাবরাইজ শামসির তোপে শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে ১৯৭ রানে অলআউট হন স্বাগতিকরা। আর তাতেই ৬৭ রানের জয় পান প্রোটিয়ারা।

সফরকারী বোলারদের মধ্যে তাবরাইজ শামসি ৪৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। এছাড়া কাগিসো রাবাদা নিয়েছেন দুটি উইকেট।