আইপিএলে যাওয়ার আগে শেষ ম্যাচ খেলবেন না সাকিব

এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে সিরিজের শেষ ম্যাচটি ‘নিয়মরক্ষার’ হয়ে দাঁড়িয়েছে। গত চার ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শুক্রবার পঞ্চম টি-টোয়েন্টির একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার চিন্তা-ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।

বিসিবি সূত্রে সাকিবের শেষ ম্যাচটি না খেলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মূলত আঙুলে কিছুটা ব্যথা থাকাতেই শেষ ম্যাচটি খেলছেন না সাকিব। পাশাপাশি বিশ্রাম দেওয়া হতে পারে মোস্তাফিজ, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।

এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে আইপিএল। বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামী শনিবার দেশ ছাড়ার কথা সাকিবের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা খুব একটা ভালো যায়নি সাকিবের। চার ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৫ রান এসেছে। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে অনন্য এক রেকর্ডের সামনে ছিলেন বাঁহাতি অলরাউন্ডার। আর মাত্র ২ উইকেট নিতে পারলেই লাসিথ মালিঙ্গাকে সরিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে শীর্ষ উইকেট শিকারি হবেন সাকিব। শুক্রবার না খেলায় এই রেকর্ডের জন্য তাকে অপেক্ষা করতে হবে বিশ্বকাপ পর্যন্ত।