এবার সাকিবের সঙ্গে মোহামেডানে মুশফিক-মাহমুদউল্লাহ

অনেক বছর ধরে ক্রিকেটে সাফল্যহীন মোহামেডান। সাফল্য পেতে মরিয়া ক্লাবটি সাকিবকে দলে ভিড়িয়ে দারুণ চমক উপহার দিয়েছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তারা খুব ভালো করতে পারেনি। কুড়ি ওভারের প্রিমিয়ার লিগ শেষ করেছে ৬ষ্ঠস্থানে থেকে। শিরোপার জন্য হন্যে হয়ে থাকা মোহামেডান আগামী মৌসুমের জন্যও তারকাবহুল দল গঠন করেছে। দলে ভিড়িয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

গত আসরে সাকিব আল হাসান, তাসকিন আহমেদও মোহামেডানে ছিলেন। থাকছেন আগামী আসরেও। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন- মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজরা। সবমিলিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটি এখন তাঁরার হাট।

আইপিএল খেলতে দুবাই চলে যাওয়া সাকিব উপস্থিত ছিলেন না। দেশে ফিরে তিনি চুক্তি নবায়ন করবেন। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চে প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে।

রবিবার রাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের উপস্থিতিতে মোহামেডান ক্লাবের সঙ্গে চুক্তি সই করেছেন এই তারকা ক্রিকেটাররা। এসময় উপস্থিত ছিলেন মোহামেডানের পরিচালক মাহবুব আনাম ও এজিএম বিকাশ।