ডিবিএল সিরামিকসের স্টাইল ও ডিজাইন আমাকে মুগ্ধ করেছে: সাকিব

মাঠের বাইরে নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সাকিব আল হাসান। নতুন করে ডিবিএল গ্রুপের ডিবিএল সিরামিকসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন সাকিব।

এই চুক্তির আওতায় সাকিব ডিবএল সিরামিক টাইলস ব্র্যান্ড ও ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড প্রোমোশনসহ বিভিন্ন বিশেষ কার্যক্রমে অংশ নেবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব ছাড়াও ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস-চেয়ারম্যান এম এ রহিম, ডিএমডি অ্যান্ড গ্রুপ সিইও এম এ কাদের, ডিবিএল সিরামিকসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ বাশার।

সাকিব বলেছেন, ‘দেশের শীর্ষ সিরামিকস টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত। ডিবিএল সিরামিকসের অত্যাধুনিক স্টাইল, আন্তর্জাতিক গুণমান, মনকাড়া ডিজাইন ও নির্ভরযোগ্য পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে, যা ভবিষ্যতে আমার ব্যক্তিগত ও খেলোয়াড়ি ব্যক্তিত্বকেও অনুপ্রাণিত করবে। তাই আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের সবাইকে দারুণ কিছু উপহার দিতে পারবো।’

ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বলেছেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের গর্ব সাকিব আল হাসানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের মতো দেশের সিরামিকস বাজারেও ডিবিএল সিরামিকস তার ক্রেতাদের মাঝে আস্থাশীল অবস্থান সবসময় বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি। আমরা আশা করি, ভবিষ্যতে সাকিব আল হাসান ও ডিবিএল সিরামিকস একসঙ্গে আরও অনেক সফলতা বয়ে আনতে সক্ষম হবে।’

ডিবিএল সিরামিকস শুরু থেকেই উদ্ভাবনী এবং গুণগত মানের টাইলস সরবরাহ করে আসছে এবং দেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করে চলেছে। বিশ্বজুড়ে সেরা মানের টাইলস প্রদান করতে ডিবিএল সিরামিকস সবসময়ই বদ্ধপরিকর।