এককভাবে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের আবেদন বিসিবির

আইসিসি প্রতিযোগিতার নতুন ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ ও ২০২৯ সালে মোট ৮ দল নিয়ে হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৫ সালে এককভাবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে বিড করেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি।

বিশ্বকাপ আয়োজন করার অন্যতম শর্ত হলো পর্যাপ্ত স্টেডিয়াম। যেখানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই এককভাবে বৈশ্বিক প্রতিযোগিতা আয়োজন সম্ভব নয়। ওয়ানডে বিশ্বকাপ তো আরও দূরের পথ। তাই টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে- কোনও বিশ্বকাপ আয়োজেনে এককভাবে বিড করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য পর্যাপ্ত স্টেডিয়াম আছে বাংলাদেশে। তাই ‘মিনি বিশ্বকাপ’খ্যাত প্রতিযোগিতাটি এককভাবে আয়োজনের আবেদন করেছে বিসিবি।

বিশ্বকাপ আয়োজক হতে পর্যাপ্ত স্টেডিয়াম না থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে যথেষ্ট স্টেডিয়াম আছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘আমরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য এককভাবে আবেদন করেছি। কারণ এই ইভেন্ট করার জন্য যে কয়টা স্টেডিয়াম দরকার, সেটা আমাদের আছে।’

সামনের বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজক হওয়ার লড়াইয়ে বেশ ভালোমতোই আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক হতে বিড করেছে বিসিবি। আর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনেরও আবেদন করেছে।