ভারতকে কেউ ‘না’ বলে না: অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান

ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। কারণ হিসেবে জানায় ‘নিরাপত্তা হুমকি’। মাঠে গড়ানোর আগেই শেষ তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টির সিরিজ। নিউজিল্যান্ডের পর অক্টোবরের পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। কারণ, ওই একই- ‘নিরাপত্তা হুমকি’। কিন্তু এই হুমকি যদি ভারত সফরের আগে কিংবা চলা অবস্থায় হতো, তাহলে? সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা।

পাকিস্তানে জন্ম খাজার। পাঁচ বছর বয়স পর্যন্ত ছিলেন দেশটিতে। নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিল মোটেও ভালো লাগেনি তার। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের ক্ষেত্রেও একই কাজ হয় বলে মনে করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। কিন্তু একই কারণে ‘ভারত সফরকে কেউ না বলতে পারবে না’ মন্তব্য করে ক্রিকেট-ব্যবসার দিকে আঙুল তুলেছেন তিনি।

নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়ে বেশ কয়েক দিন ছিল। কিন্তু রাওয়ালপিন্ডির ওয়ানডে শুরুর আগে সফর বাতিলের ঘোষণা দেয় কিউইরা। আর ইংল্যান্ড দল তাদের পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর বাতিল করে। এই দল দুটির কঠোর সমালোচনা করে খাজা বলেছেন, ‘আমার মতে, খেলোয়াড় ও সংস্থাগুলোর পাকিস্তানকে না বলা খুব সহজ, কারণ এটা পাকিস্তান। আমার মনে হয়, ঠিক একই বিষয় প্রযোজ্য হয় বাংলাদেশের ক্ষেত্রেও।’

এরপরই ভারতের বিষয়টি সামনে এনেছেন, ‘কিন্তু একই পরিস্থিতিতে (নিরাপত্তা হুমকি) কেউ ভারতকে না বলতে পারে না। টাকা কথা বলে, আমরা সবাই এটা জানি। সম্ভবত এটাই সবচেয়ে বড় ব্যাপার।’

আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর করার কথা। খাজা মনে করেন, দেশটিতে সফর করা মোটেও কোনও সমস্যা নয়। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে এই অস্ট্রেলিয়ান বলেছেন, ‘সেখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। ভীষণ রকমের নিরাপত্তা ব্যবস্থা। মানুষজনের নিরাপদে থাকার খবর ছাড়া তো আমি অন্য কিছু শুনিনি।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে হামলার ঘটনার পর ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানে। সংযুক্ত আরব আমিরাত ছিল তাদের ‘ঘরের মাঠ’। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে সেখানে। আর দীর্ঘ ১২ বছর পর ২০১৯ সালে প্রথম টেস্ট ক্রিকেটে ফেরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে।