যুব টেস্ট

আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার

একমাত্র যুব টেস্টে ১৭০ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। আজ (শনিবার) সকালে আর ৫৮ রান যোগ করতেই অলআউট হয় বাংলাদেশের যুবারা। সব মিলিয়ে আফগানিস্তানকে দিতে পারে ১১০ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বিলাল সাঈদীর ব্যাটে ৩ উইকেটের জয় পায় আফগানরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে অবশ্য বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েছিল আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছিলেন আফগান ওপেনার বিলাল সাইদী। ১০৮ বলে ১০ চারে ৫৪ রানের ইনিংস খেলেন বিলাল। তার হাফসেঞ্চুরিতেই মূলত ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে সফরকারীরা। কামরান হোটাকের ব্যাট থেকে আসে ২০ রান।

বাংলাদেশের রিপন মণ্ডল, মুশফিক হাসান ও আইচ মোল্লা ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে আইচ মোল্লা (৩৯) ও ইফতেখার হোসেনের (৩৭) ব্যাটে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৬২ রান করে। জবাবে আফগানিস্তান বিলাল সাঈদীর সেঞ্চুরিতে (১১৪) ২৮১ রান সংগ্রহ করে। ১১৯ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। সেখানে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় ইনিংস পায়নি বাংলাদেশ দল।