শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশের যুবারা

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে অনূর্ধ-১৯ বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে আকবর আলী-শামীম হোসেনদের উত্তরসূরীরা ঠিক মতো প্রস্তুতি নিতেই পারেনি। দেড় বছর পর আফগানিস্তানের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। চারদিনের ম্যাচ দিয়ে শেষ হয়েছে আফগানিস্তান সিরিজ। এরই মধ্যে আরেকটি সিরিজও চূড়ান্ত হয়েছে আইচ মোল্লাদের। আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলতে দেশ ছাড়ছে যুবারা।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে সূচিও প্রকাশ করেছে তারা। আগামী ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ চূড়ান্ত হওয়ার পর শ্রীলঙ্কার কোচ আভিষ্কা গুনাবর্ধনে বলেছেন, ‘অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছে এই সিরিজ। যা ২০২২ সালের বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়কও হবে। আশা করি, এই সিরিজ দিয়ে আমরা সেরা কম্বিনেশন খুঁজে পাবো।’