হার্ট অ্যাটাক ইনজামামের

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হক। এরই মধ্যে পাকিস্তানি এই ব্যাটিং গ্রেটের অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। 

ইনজামাম হৃদরোগে আক্রান্ত হন লাহোরে। গত তিন দিন ধরে বুকে ব্যথা হচ্ছিল বলে অভিযোগ করছিলেন। শুরুর পরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি। কিন্তু সোমবারের পরীক্ষায় ধরা পড়ে তার হার্ট অ্যাটাক হয়েছে। এর পরেই দ্রুততার সঙ্গে তার অস্ত্রোপচার করাতে হয়েছে। ইনজামামের এজেন্ট বলেছেন, এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। 

৫১ বছর বয়সী এই পাকিস্তানি গ্রেট ক্রিকেট ছেড়েছেন ২০০৭ সালে। দেশের হয়ে ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫ ম্যাচে রয়েছে ১১ হাজার ৭০১ রান। দেশের হয়ে টেস্টেরও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১৯ ম্যাচে করেছেন ৮ হাজার ৮২৯ রান। অবসরের পর পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিন। শুরুতে ব্যাটিং পরামর্শক পরে ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এমনকি আফগানদেরও হেড কোচ ছিলেন।