আমি মোস্তাফিজ হতে পারবো না: তাসকিন

পেসই তার মূল শক্তি। ২০১৫ বিশ্বকাপের আগে একবার বলেছিলেন, তার লক্ষ্য ১৫০ কিলোমিটার বেগে বল করা। কিন্তু চোটের সঙ্গে সখ্যতায় ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে গিয়েছিল তাসকিন আহমেদের! যদিও হার মানেননি। প্রচণ্ড ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে ফিরেছেন চেনারূপে, আরও ভয়ঙ্কর হয়ে। পেস তার মূল শক্তি হলেও স্লোয়ার নিয়ে কাজ করছেন। তাই বলে মোস্তাফিজুর রহমানের মতো গতি কমিয়ে শুধু স্লোয়ার কিংবা কাটারে মনোযোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই তার।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফি মুর্তজার সঙ্গে স্লোয়ার নিয়ে কাজ করেছেন তাসকিন। স্লোয়ার ঠিকমতো রপ্ত করতে মাশরাফিকের দ্বারস্থ হয়েছিলেন এই পেসার। তাহলে কি পেস কমিয়ে মোস্তাফিজের মতো বোলিংয়ে নতুন ভ্যারিয়েশন খুঁজছেন তাসকিন, সংবাদমাধ্যমের এমন প্রশ্নে তার স্পষ্ট জবাব, ‘আমি মোস্তাফিজ হতে পারবো না।’

তাসকিনের বক্তব্য, ‘পেসের সঙ্গে আমার কোনও আপস নেই। আমি মোস্তাফিজ হতে পারবো না। মোস্তাফিজ কাটার মাস্টার। আমি পেসের সঙ্গে একটু স্লোয়ার যোগ করছি আরকি। আমি কাটার আগেও করতাম। আমারটা একটু সোজা যেত, কম ঘুরতো। স্লোয়ারটা কী আসলে একই অ্যাকশনে একটু পেস কমে গ্রিপ করা। সেটাই চেষ্টা করছি।’

স্লোয়ার নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন, ‘আগে তো মিরপুরের উইকেটেও আমার কাটার ধরতো না। এখন একটু ধরছে। আরও অনুশীলন করবো, আরও আত্মবিশ্বাসী হবো। হয়তো ভালো হবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘মোস্তাফিজের মতো কাটার আমি পারবো না। আমার পেসের সঙ্গে সুইংয়ের সঙ্গে আগের থেকে বেটার কাটার যদি করতে পারি, তাহলে একটা অপশন বাড়বে। এটা খুব ভালো একটা অস্ত্র হতে পারে আমার।’