X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৯:০৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:০৫

আইপিএলে এবারই প্রথম চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান। সেখানে আস্থার প্রতিদান দিয়েছেন প্রথম আসরেই। দলটির সফলতম বোলার তিনি। জানিয়েছেন, সুযোগ পাওয়ার আগে চেন্নাইয়ের হয়ে খেলাটা তার কাছে ছিল স্বপ্নের মতো। তবে ক্রিকেট ভীষণ পছন্দ করলেও টিভিতে সেটা খুব বেশি দেখেন না তিনি।

বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে থাকা অবস্থাতেই মোস্তাফিজকে দুই কোটি রুপির ভিত্তিমূল্যে দলে ভেড়ায় চেন্নাই। যারা যৌথভাবে আইপিএলের অন্যতম সফল দল। আছে পাঁচটি শিরোপা। এই দলটির হয়ে সাত ম্যাচে মোস্তাফিজ ১২ উইকেট নিয়ে তাদের সফলতম বোলার। চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে মোস্তাফিজ বলেছেন, ‘এটা চেন্নাইয়ে আমার প্রথম মৌসুম। ২০১৬ সালে যখন আইপিএল খেলা শুরু করি। তার পর থেকে চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন। যখন জানতে পারি (চেন্নাইয়ে হয়ে খেলতে যাচ্ছি), ওই রাতে আমার ঘুম আসছিল না। পর দিন খেলা ছিল, তখন নিউজিল্যান্ডে ছিলাম। রাতে ঘণ্টা খানেকের মতো ঘুমিয়ে ছিলাম। পরে দেখি শুধু ম্যাসেজের পর ম্যাসেজ আসছে। দেখি সবাই অভিনন্দন জানাচ্ছে যে, আমি চেন্নাই টিমে সিলেক্ট হয়েছি।’

এখানকার উপভোগ্য পরিবেশ সম্পর্কেও জানান ২৮ বছর বয়সী, ‘জাতীয় দলে যেমন সবাই বন্ধুভাবাপন্ন থাকে। এখানেও আমার কোনও সমস্যা মনে হয়নি। যেটা আমার মনে হয় বড় দিক। মাহি ভাই কিছু ফিল্ডিং সেটআপ, তার পর ব্রাভো ডেথ ওভারে কিছু ফিল্ডিং সেটআপের কথা বলেছিল। এসব ছোট ছোট বিষয় আমার খুব কাজে দিয়েছে।’

মোস্তাফিজ মনে করেন, এখানে সফল হলে অন্য যে কোনও জায়গায় সফল হওয়াটা তার জন্য সহজ, ‘দলের সবার সঙ্গে বোলিং নিয়েই বেশি কথা হয়। মাঠের বাইরে খুব কম কথা হয়। আর মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) এসেই বলে থাকেন কোনটা করলে ভালো। অন্য যে কোনও টুর্নামেন্টে চেয়ে আইপিএলে সব স্টাররা থাকে সব দেশের। এখানে যদি সফল হই, অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে বলে আমার কাছে মনে হয়।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘বেশি ভালো লাগা কাজ করে যখন বড় কোনও দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে যদি আপনি পারফর্ম করেন, সেটার হাইলাইটসও হয়ও বেশি। আর বড় দলের বিপক্ষে সব সময়ই খেলতে ভালো লাগে। যেহেতু সব মিলিয়ে দর্শক থাকে।’

মোস্তাফিজ জানিয়েছেন, ক্রিকেট খেলতে পছন্দ করলেও খেলাটা টিভিতে খুব বেশি দেখেন না তিনি, ‘বরাবরই আমি খেলা খুব কম দেখি। খেলতে পছন্দ করি। তবে আমার মনে হয় ডেথ ওভারের দিকে দেখাটা আমার জন্য ভালো। বিশেষ করে যখন টি-টোয়েন্টি ম্যাচ দেখি, শেষ চারটা ওভারের খেলা দেখি। দেখি ব্যাটাররা কোন দিকে বল মারছে, কী করে। এসব দেখি বেশি। কিন্তু পুরো ৪০ ওভার দেখি কম।’

/এফআইআর/      
সম্পর্কিত
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ