সাকিবের প্রশংসায় কলকাতা অধিনায়ক

আইপিএলের দ্বিতীয় পর্বে শুরুর ৫ ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন সাকিব আল হাসান। উইনিং কম্বিনেশনের কারণে সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে সুযোগটা পেলেন দলের ভীষণ প্রয়োজনের সময়। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছেন। ফেরার দিনে এমন প্রভাব রাখলেন। যার প্রশংসা না করে পারলেন না কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মরগান।  

৬ উইকেটে জয়ের দিনে সাকিব মিডল অর্ডার ব্যাটসম্যান অভিষেক শর্মার উইকেটটি নিয়েছেন। ৪ ওভারে ২০ রান দেওয়ার পাশাপাশি কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের আউটেও অবদান রেখেছেন। সাকিবের কার্যকরী ভূমিকা নিয়ে মরগান বলেছেন, ‘সাকিব বড় অবদান রেখেছে। ওর মতো অভিজ্ঞ একজন, যার গভীরতা ও শক্তিমত্তা দলে থাকা মানে সমৃদ্ধতা। আজকে ওর প্রভাব ছিল অনেক।’

বল হাতে দারুণ অবদান রাখলেও সাকিবের ব্যাটিংয়ে সে সুযোগটা হয়নি। হায়দরাবাদের ৮ উইকেটে করা ১১৫ রানের জবাবে কলকাতা ম্যাচ জিতে নেয় ৪ উইকেট হারিয়েই। এখন পয়েন্ট টেবিলে চারে আছে কলকাতা। শেষ গ্রুপ ম্যাচে বৃহস্পতিবার মোস্তাফিজদের রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা।