আইপিএল ফাইনাল

রাসেল নন, ফাইনালে সাকিবকে নিয়েই খেলছে কলকাতা

আইপিএল ফাইনালে সাকিব আল হাসানের খেলা নিয়ে এক রকম সংশয় ছিল। ফিট হলেই খেলার কথা ছিল আন্দ্রে রাসেলের! কিন্তু টসের পর মরগান জানালেন, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ একাদশে থাকছেন সাকিব। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে তারা।

কলকাতা অধিনায়ক ইয়ন মরগান আরও জানিয়েছেন, উইকেট তার কাছে ভালো মনে হয়েছে। কিন্তু শিশির একটা প্রভাব রাখতে পারে।   

সংযুক্ত আরব আমিরাতে কলকাতার জন্য সুবর্ণ সুযোগ তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরার। পরিসংখ্যানও কথা বলছে তাদের হয়ে। আইপিএলের ফাইনালে দলটি যতবারই উঠেছে, ততবারই শিরোপা ঘরে তুলেছে। দুইবার ফাইনাল খেলে দুবারই জিতেছে শিরোপা। ফলে কেকেআর তৃতীয় শিরোপা জয়ের খোঁজে মাঠে নামছে।

বিপরীতে ফাইনাল হারের রেকর্ড চেন্নাইয়ের চেয়ে বেশি কারও নেই টুর্নামেন্টে। এবারসহ নবমবার শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু শিরোপা জিতেছে মাত্র তিনটি। তাই তাদের লক্ষ্য চতুর্থ শিরোপা।

ফাইনালে চেন্নাই-কলকাতা এর আগেও মুখোমুখি হয়েছিল। শিরোপা নির্ধারণী মঞ্চে দল দুটি খেলেছিল ২০১২ সালে। সেবারের লড়াইয়ে চেন্নাইয়ের হৃদয় ভেঙে উৎসব করেছিল কলকাতা। এবারের লড়াই জিতবে কে, জানা যাবে আজই!

কলকাতা একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটকিপার), সাকিব আল হাসান, সুনীল নারিন, শিবম মাবি, বরুণ চক্রবর্তী ও লকি ফার্গুসন।

চেন্নাই একাদশ: ঋতুরাজ গায়কোয়ার, ফাফ ‍দু প্লেসি, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইয়ুদু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জশ হ্যাজেলউড।