তৃতীয় ওভারেই কোয়েটজারকে তুলে নিলেন সাইফউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন পেসার নিয়ে নামার সুফল মিললো তৃতীয় ওভারেই। টস জিতে স্কটল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে উইকেটও তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ওভারে সাইফউদ্দিনের ফুলার লেন্থের বলে বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার কাইল কোয়েটজার। প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে ৩৯ রান। ক্রিজে আছেন জর্জ মুনসে (২৬) ও ম্যাথিউ ক্রস (৮)। 

শুরুর ওভারে আসেন তাসকিন আহমেদ। একটি বাউন্ডারি হজম করলেও মোস্তাফিজুর রহমান ছিলেন মিতব্যয়ী। এক রান দিয়েছেন। তৃতীয় ওভারে সাইফউদ্দিনকে আনলে তার সাফল্য পায় টাইগাররা। চতুর্থ বলে ভুল লাইনে খেলতে গিয়ে শূন্য রানে বোল্ড হন কোয়েটজার।    

শুরুর ধাক্কা সামলে দ্রুতই মানিয়ে নেয় বাকি ব্যাটাররা। বিশেষ করে মুনসের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লের ঘাটতি পূরণ করে নেয় স্কটল্যান্ড। উঠে আসে ৩৯ রান। 

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ও তাসকিন আহমেদ।

স্কটলান্ড একাদশ: কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন , ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।