সাকিব স্বীকার করলেন, টানা খেলায় কিছুটা ক্লান্ত তিনি

গত কয়েক মাস ধরেই খেলার মধ্যে আছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ক্রিকেটাররা কয়েক সপ্তাহের বিশ্রাম পেলেও সাকিব ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত। তবে টানা খেলার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রভাব না পড়লেও সাকিব যে ক্লান্ত, সেটি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। ওমানের বিপক্ষে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়েছিলেন। বৃহস্পতিবারও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ‘রানিং বিটুইন দ্য উইকেটে’ অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব নিজেই স্বীকার করলেন, টানা খেলায় কিছুটা ক্লান্ত তিনি।

টানা খেলার প্রসঙ্গ টেনে সাকিব পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘আমি কিছুটা ক্লান্ত। শেষ পাঁচ-ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলছি, ক্লান্তি আসাটা স্বাভাবিক। দীর্ঘ মৌসুম যাচ্ছে আমার। তার পরেও আশা করছি, টুর্নামেন্টে ভালো কিছু করবো।’

ওমানের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন সাকিব। বৃহস্পতিবার পিএনজির বিপক্ষে জয়ের নায়কও তিনি। এনিয়ে আইসিসি ইভেন্টে বাংলাদেশের টানা ছয় জয়ের সবগুলোতে ছিল ম্যাচসেরা অবদান। আজ ব্যাট হাতে ৪৬ রান করার পর বল হাতেও চার উইকেট নিয়েছেন।

ম্যাচ সেরার পুরস্কার হাতে পুরস্কার বিতরণী মঞ্চে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘প্রত্যেকেটি ম্যাচই আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। প্রথম ম্যাচের পর ধারাবাহিক ভাবে ভালো করা, আমাদের জন্য দারুণ কিছুই। এই ফরম্যাটে আসলে যেদিন যে ভালো খেলবে, তারাই জিতবে। এখন চাপ নেই, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারবো। এ ফরম্যাটে ফর্মে ফিরে আসা কঠিন। ভাগ্য ভালো আমি টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পাচ্ছি।’