বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত পর্তুগিজ কোচ

দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় এসে কাজ শুরু করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমস। তার প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কায় আগামী নভেম্বরে অনুষ্ঠেয় চার জাতি প্রতিযোগিতা।

টুর্নামেন্ট উপলক্ষে আজই প্রাথমিকভাবে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন এই পর্তুগিজ। কাল বিকাল থেকে তার অধীনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হতে যাচ্ছে। প্রথমবার জাতীয় দল নিয়ে কাজ করতে পেরে লেমস তাই ভীষণ রোমাঞ্চিত।

বাংলা ট্রিবিউনকে ৩৫ বছর বয়সী কোচ অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘আমি আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছি। এবার হেড কোচ হয়ে কাজ শুরু করছি। এটা আমার ক্যারিয়ারে অন্যতম মাইলফলক। আমি এই চ্যালেঞ্জ নিচ্ছি।’

অনেক দিন ধরে বাংলাদেশের ফুটবলে সাফল্য নেই। লেমস চাইছেন সেই খরা কাটাতে। সাফল্যের পালক যুক্ত করতে চাইছেন নিজের ক্যারিয়ার মুকুটে, ‘বাংলাদেশ দল সাফল্য পেলে সবার কাছেই ভালো লাগবে। সবাই খুশি হবে, আমিও হবো। পাশাপাশি নিজের ক্যারিয়ারে ইতিবাচক কিছু যোগ হবে। কেননা, জাতীয় দলের কোচ হওয়াটা যেমন সম্মানের, তেমনি সাফল্য পাওয়াটাও অনেক বড় অর্জন।’

লেমস আপাতত ২৪ জন নিয়ে মাঠে নেমে পড়তে চাইছেন। এই দলে জায়গা হয়েছে কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাবের। লেমস তাকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, ‘নবাব ভালো খেলোয়াড়। যদিও লিগে কমই খেলার সুযোগ পেয়েছে। ওর মধ্যে ভালো সম্ভাবনা আছে। হয়তো একসময় লাল-সবুজ জার্সি গায়ে নবাবের খেলার সুযোগ আসবে।’

অধিনায়ক জামাল ভূঁইয়া বিয়ে পরবর্তী অনুষ্ঠানের জন্য ডেনমার্কে রয়েছেন। দেরি হলেও ক্যাম্পে যোগ দেবেন শিগগির। এছাড়া বাকি সবারই অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।