‘বর্ণবাদের’ বিরুদ্ধে থাকতে চায় ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল থেকে একটি বিষয়ে বিতর্ক খুব তুঙ্গে। বর্ণবাদ ইস্যুতে কুইন্টন ডি ককের কাণ্ডই এর মূল কারণ। প্রোটিয়া ক্রিকেটার ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে হাঁটু গেড়ে সংহতি জানাতে আপত্তি জানিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে সরিয়ে নিলে!

বিতর্কিত ইস্যুটি স্থান পেলো বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও! ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে একই বিষয়ে প্রশ্ন করা হয় ইংলিশ ক্রিকেটার জস বাটলারকে। ডি কক দলীয় ঐক্যের বিষয়টি প্রশ্নবিদ্ধ করলেও বাটলারদের কাছে স্পর্শকাতর ইস্যুটি খুব পরিষ্কার, ‘অবশ্যই, আমার মনে হয় দলীয়ভাবে আমাদের অবস্থান হলো যে কোন ধরনের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো। তাই দল হিসেবে আমরা ঐক্যের মুহূর্তের জন্ম দিতে চাই। গত গ্রীষ্মে যেমনটা আমরা করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পূর্বেই হাঁটু গেড়ে সংহতি জানানোর ইচ্ছা প্রকাশ করেছিল। তাই তাদের মতো হাঁটু গেড়ে সংহতি জানায় ইংল্যান্ড। এখন ম্যাচ বাই ম্যাচ এই প্রতীকী প্রতিবাদের ধরণ ভিন্ন হতে পারে কিনা এমন প্রশ্নে বাটলার বলেছেন, ‘শুরুতে আমরা একভাবে এটা করতেই পারি। তবে দলীয় সংস্কৃতির কথা ভাবলে আমরা অবশ্যই যে কোন ধরনের বৈষম্যের বিরুদ্ধে। আর বিষয়টিতে আমরাও খুব আবেগপ্রবণ।’

পাশাপাশি বাটলার এও মনে করেন, তাদের ঐক্যের মুহূর্তের জন্য আইসিসির অনাপত্তি প্রয়োজন। কিন্তু এই প্রতীকী প্রতিবাদের ধরণ কেমন হবে, সেটা তিনি নিশ্চিত নন।