নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কথা মনে আছে? অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল দুই আয়োজক। তাদের ফাইনাল খেলা নিয়ে সেবার খুব বেশি মানুষের ‘দ্বিমত’ ছিল না। ফেভারিট হিসেবেই গিয়েছিল শিরোপা নির্ধারণী মঞ্চে। ছয় বছর পর আরেকটি বিশ্বমঞ্চে যখন তাসমান পাড়ের দুই দেশ মুখোমুখি হচ্ছে, তখন অবশ্য দৃশ্যপট ভিন্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড খেলবে, খুব বেশি মানুষের ধারণায় ছিল না। অথচ অবিশ্বাস্য পারফরম্যান্সে প্রথম শিরোপার মিশনে তারাই একে অন্যের প্রতিদ্বন্দ্বী।

অস্ট্রেলিয়া এর আগে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি। অন্যদিকে নিউজিল্যান্ড প্রথমবার উঠেছে ফাইনালে। তাই ক্রিকেট বিশ্ব পেতে যাচ্ছে নতুন টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। আজ (রবিবার) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চে বিশ্বসেরার মুকুট উঠতে যাচ্ছে কার মাথায়, বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া ফাইনালে জানা যাবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও গাজী টিভিতে।

হারতে বসা ম্যাচ জিতে চমক তৈরি করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফেভারিট ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে উঠেছে কিউইরা। আর উড়তে থাকা পাকিস্তানের ডানা কেটে তাদের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া। রোমাঞ্চকর জয়ে তারা শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠায় উত্তেজনায় ঠাসা এক ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা দুই বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর সঙ্গে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ধরলে আক্ষেপটা আরও দীর্ঘ হবে তাদের। এবার অতীতের জ্বালা মেটানোর মিশনে নামছে কেন উইলিয়ামসনরা। অন্যদিকে ৫০ ওভারের ক্রিকেটে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও টি-টোয়েন্টিতে কোনও সাফল্য নেই অস্ট্রেলিয়ার। তাদের সামনেও ইতিহাস বদলানোর সুযোগ।

পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার পাল্লা ভারি। সব ধরনের প্রতিযোগিতায় নকআউট ম্যাচ হলেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জয় নিশ্চিত। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল মিলিয়ে ১৭ বারের সাক্ষাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনও জয় নেই কিউইদের। দুবাইয়ের ফাইনালের আগে এই পরিসংখ্যান নিশ্চিতভাবে আত্মবিশ্বাস জোগাবে অ্যারন ফিঞ্চদের।

আইসিসির প্রতিযোগিতায় ফাইনাল গেরো খুলেছে কিউইরা এ বছরই। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনাল হারের ধাক্কা কাটিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা ভারতকে হারিয়েছে। সেই সাফল্যের আত্মবিশ্বাস নিঃসন্দেহে কাজে লাগবে নিউজিল্যান্ডের।