বিশ্বকাপের সেরা ওয়ার্নার

কয়েক মাস আগে হতাশাজনক পারফরম্যান্সে সানরাইজার্স হায়দরাবাদের ড্রেসিংরুমে ব্রাত্য হয়ে পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেই তিনিই কিনা অস্ট্রেলিয়াকে প্রথমবার বিশ্বকাপের শিরোপা এনে দিলেন। প্রতিটি ম্যাচেই  দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করতে তার ভূমিকা ছিলো উল্লেখ্য করার মতো। আর সেই কারনেই পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমকে হটিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়ে উঠলের ওয়ার্নারই। ব্যাট হাতে সাত ম্যাচে তার সংগ্রহ দাঁড়ায় ২৮৯ রান।

সেমিফাইনালে বাদ পড়লেও ৩০৩ রান করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুর্নামেন্টের সেরার পুরষ্কারের যোগ্য দাবিদার ছিলেন। কিন্তু তাকে হটিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ওয়ার্নার। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নরাই মূলত জয়ের ভীতটা গড়ে দেন। ওই ভীতের উপর দাঁড়িয়েই মিচেল মার্শ ধ্বংস লীলা চালান। আর তাতেই ৭ বল আগে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় অজিরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও ওয়ার্নার খেলেন গুরুত্বপূর্ণ ৪৯  রানের ইনিংস।

চলতি বিশ্বকাপের সেরা নির্বাচিত হওয়ার ম্যাচে নিজের দেশের হয়ে আরও কিছু কীর্তি গড়েছেন তিনি। এক আসরে এতোদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিলো ম্যাথু হেইডেনের। ২০০৭ বিশ্বকাপে ২৬৫ রান করা ম্যাথু হেইডেন এতোদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছিলেন। আজ ৫৩ রানের ইনিংস খেলার দিনে ওয়ার্নারের বর্তমান রান ২৮৯। যা চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের হয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার।

টুর্নামেন্ট সেরা হওয়ার দিনে ওয়ার্নারের ২০১০ বিশ্বকাপ ইংল্যান্ডের কাছে ফাইনালে হারের কথা মনে পড়ছে ওয়ার্নারের। পুরষ্কার বিতরণী মঞ্চে ওয়ার্নার বলেছেন, ‘আমি সব সময়ের মতো ইতিবাচক ছিলাম। আমি আমার বেসিকে থেকেছি, চেষ্টা করেছি বাজে বলগুলোতে সীমানা ছাড়া করতে। এক দশক আগে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে হার আমাদের মনে ছিলো। আমরা চেষ্টা করেছি সেখানে না ফিরতে। ফাইনালে সব সময় অনেক বেশি চাপ থাকে। ছেলেরা সবাই চাপ জয় করতে পেরেছে। দারুন এক অনুভূতি।’

ডেভিড ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হলেও ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন মিচেল মার্শ। ৬ ম্যাচে তার সংগ্রহ ১৮৫ রান। রবিবার দলের জয়ে দারুন এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৫০ বলে ৬ চার ও ৪ ছক্কায় মার্শ নিজের অপরাজিত ৭৭ রানের ইনিংসটি সাজিয়েছেন। গত কিছুদিন ধরেই দারুন ছন্দে আছেন এই ব্যাটার। বাংলাদেশের কঠিন উইকেটেও দারুন ব্যাটিং করে গেছেন মার্শ।