নিউজিল্যান্ড সফরে ১৮ জনের দল ঘোষণা বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হবে ৮ ডিসেম্বর। পরদিনই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। দুই টেস্টের এই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা ধরে রেখেছেন তিন তরুণ- নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও শহীদুল ইসলাম। সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে বাদ পড়েছেন সাইফ হাসান, নাঈম হাসান ও রেজাউর রহমান রাজা।

চোটের কারণে নিউজিল্যান্ড সফরের দলেও তামিম ইকবালকে বিবেচনা করা হয়নি। সেই জিম্বাবুয়ে সফর থেকে জাতীয় দলের বাইরে দেশসেরা এই ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ২০ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। টাইফয়েডে আক্রান্ত হয়ে সাইফ ছিটকে যাওয়াতে দল দাঁড়ায় ১৯ জনের। ওই দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান ও পেসার রেজাউল রহমান রাজা। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছেন শরিফুল।

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। তার ওপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর প্রথম টেস্টেও হেরেছে।

৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকরা। চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সেবার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হলেও এবার সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ।