সাকিবের জায়গায় ফজলে রাব্বি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (বুধবার) দিবাগত রাত ১টায় এমিরেটসের বিমানে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। পারিবারিক কারণে আরও একবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। তার জায়গায় নেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট লিগে ভালো খেলা ফজলে মাহমুদ রাব্বিকে।

এবারের জাতীয় লিগে ধারাবাহিক পারফর্ম করায় আবার নজরে আসেন ফজলে রাব্বি। ৬ ম্যাচে ১১ ইনিংসে রান করেছেন ৬০৩। ব্যাটিং গড় ৬০.৩০। এক সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন পাঁচ হাফসেঞ্চুরি। যদিও ২০১৮ সালেও সাকিবের বদলে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজের দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারায় তার ওপর থেকে আস্থা হারায় টিম ম্যানেজমেন্ট।

ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেও লংগার ভার্সন ক্রিকেটেই ফজলে রাব্বির ক্যারিয়ার ভালো। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ১৫৮ ইনিংসে  ৩৪.৭৫ গড়ে ১০ সেঞ্চুরি ও ২৮ হাফসেঞ্চুরিতে ৫ হাজার ৩৫৩ রান করেছেন। সর্বোচ্চ ১৯৫। এছাড়া বল হাতে নিয়েছেন ৩২ উইকেট। ওয়ানডের শুরুতে ভালো করতে পারেননি, এবার টেস্টে সাকিবের বদলে আরেকবার সুযোগ পাওয়া ফজলে রাব্বি নিজেকে প্রমাণের অপেক্ষায়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বার নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল। এ বছরের ফেব্রুয়ারি-মার্চের সফরে সীমিত ওভারের সিরিজ খেলেছিল। সেবার তিন ওয়ানডের পাশাপাশি ছিল তিন টি-টোয়েন্টি। এবারের সফরে শুধু দুটি টেস্ট খেলতে যাচ্ছে মুমিনুল হকের নেতৃত্বে।

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। সঙ্গে পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স তো আছেই। এর মধ্যে আবার সাকিব সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ, ফজলে মাহমুদ রাব্বি।