তিন মাস পর ফিরে তামিমের ৯, সাকিব করলেন ৩৩

তামিম ইকবাল লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। গত অক্টোবরে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে সর্বশেষ খেলেছিলেন তিনি। তিন মাস পর আজ (মঙ্গলবার) মাঠে ফিরে অবশ্য ভালো করতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে ৯ রান করে আউট হয়েছেন তামিম। অন্যদিকে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ৩৩ রানের ইনিংস।

ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন সাকিব। ফলে তাকে ছাড়া নিউজিল্যান্ড সফরে খেলছে বাংলাদেশ দল। তবে সামনে বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় বিশ্বসেরা অলরাউন্ডার বসে থাকছেন না। নিজেকে ফিরে পেতে বিসিএলের ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমেছেন। প্রথম ম্যাচে ৩৫ রানের ইনিংস খেলার পর আজ দ্বিতীয় ম্যাচে ৩৩ রানের ইনিংস খেললেন মধ্যাঞ্চলের ব্যাটার।

অন্যদিকে তিন মাস পর ম্যাচ খেলতে নামা তামিম ফিরে যান দ্রুতই। পূর্বাঞ্চলের হয়ে খেলতে নামার উপলক্ষ রাঙাতে পারেননি তিনি। দুই অঙ্কের ঘর স্পর্শের আগেই ফেরেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মেহেদীর করা ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার তামিম। ১ চারে ২৬ বলে ৯ রান করে আউট হন এই ওপেনার। তিন মাস আগে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগেও ভালো করতে পারেননি তিনি। ৪ ম্যাচে ৭৫ রান করেছিলেন তামিম।

জিম্বাবুয়ে সিরিজে পাওয়া ইনজুরি থেকে সেরে নেপালে খেলতে গিয়েছিলের তামিম। ওখানে ফের চোটে পড়েন। এখন পুনর্বাসন শেষে মাঠে ফিরলেন এই ওপেনার।