তামিমের সিদ্ধান্তে অবাক সুজন

বিপিএলের শুরুতেই আলোচনায় তামিম ইকবাল। জাতীয় দলের ওপেনার বিসিবি সভাপতি নাজমুল হোসেনকে জানিয়ে দিয়েছেন যে, দেশের হয়ে টি-টোয়েন্টিতে ফরম্যাটে আর খেলবেন না। তবে নিউজিল্যান্ড সফরের আগে এ বিষয়ে তামিমের সঙ্গে কথা বলেছিলেন বিসিবির পরিচালক ও গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তাই দ্রুত এমন সিদ্ধান্ত চলে আসায় অবাকই হয়েছেন তিনি।

রবিবার সংবাদ মাধ্যমে খালেদ মাহমুদ বলেছেন, ‘একটু তো অবাকই হয়েছি। নিউজিল্যান্ড যাওয়ার আগেও তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে, কেন খেলবি না বা কারণ কী। তখন এত কথা হয়নি। বলেছিলাম আগে ফিরি, তারপর কথা বলবো। কিন্তু তার আগেই তামিম পাপন ভাইকে বলে দিয়েছে।’ 

না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেললেও খুব শিগগিরই এ বিষয়ে তামিমের সঙ্গে কথা বলবেন সুজন। চেষ্টা করবেন বিস্তারিত জানার, ‘যদিও বাবলের মধ্যে আছি। আমি চাই না ফোনে কথা বলতে। সামনা সামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। খেলা শেষে পারলে কথা বলবো আসলে সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার আছে, ছোটখাটো সমস্যা আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগো থেকে অনেক সময় এসব হয়ে যায়, ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করবো।’

পাশাপাশি সুজন আরও চান যে, বাংলাদেশের সেরা দলটাই তিন ফরম্যাটে খেলুক। যেখানে সাকিব-তামিম অবশ্যই থাকবেন, ‘আমি সাকিবের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছি। কেন না এই বছর অনেক ক্রিকেট আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট আছে, ওয়ানডের অনেক পয়েন্ট আছে। আমার দায়িত্বই হচ্ছে বাংলাদেশের সেরা দলটা তিন ফরম্যাটে খেলুক। সাকিব খেলছে না বা তামিম খেলছে না; জানি খেলার শেষের দিকেই ওরা চলে আসছে। হয়তো বা আরও ২-৩ বছর খেলবে। আমি ফোকাস করতে চাই আগামী একটা বছর, যেহেতু বাংলাদেশের অনেক খেলা আছে।’