বিপিএল-২০২২

সাকিবদের ৯৫ রানে গুটিয়ে শক্তি দেখালো কুমিল্লা

জয় দিয়েই বঙ্গবন্ধু বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর টানা দুই ম্যাচ হারে কোণঠাসা হয়ে পড়েছে সাকিব আল হাসানরা। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগে ব্যাটিং করে ১৫৯ রানের লক্ষ্য দেয় বরিশালকে। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাকিব-ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোদের নিয়ে গড়া বরিশাল মাত্র ৯৫ রানে অলআউট! ফলে টানা দুই জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেছে কুমিল্লা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লার ১৫৯ রানের জবাবে খেলতে নেমে নাহিদুল ইসলামের ঘূর্ণিতে কুপোকাত বরিশালের ব্যাটিং লাইনআপ। সাকিব-গেইল-ব্রাভোদের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ১৭.৩ ওভারে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় বরিশাল। দলের সর্বোচ্চ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ৪৭ বলে ২ চারে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া তৌহিদ হৃদয় ১৯ ও নুরুল হাসান সোহান করেন ১৭ রান।

কুমিল্লার সবচেয়ে সফল বোলার নাহিদুল। এই অফ স্পিনার ৪ ওভারে ৫ রান খরচ করে নেন ৩ উইকেট। এছাড়া শহিদুল ইসলাম, করিম জানাত ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্যামেরন ডেলপোর্ট-মাহমুদুল হাসান জয় মিলে ৩৩ রানের জুটি গড়েন। এরপর অবশ্য হোঁচট খায় কুমিল্লা। ডেলপোর্ট (১৯) ও ফাফ ডু প্লেসি (৬) ফিরে যান সাজঘরে। কুমিল্লার প্রাথমিক বিপর্যয় সামাল দিতে সামনে থেকে ভূমিকা রাখেন অভিষিক্ত মাহমুদুল হাসান জয়। ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে গেইলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর ইমরুলের ১১ বলে ১৫, মুমিনুলের ২৩ বলে ১৭ ও জানাতের ১৬ বলে অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে কুমিল্লা ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায়।

বরিশালের ব্রাভো ৩০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব নিয়েছেন ২ উইকেট।