শ্রীলঙ্কার জার্সিতে আর খেলবেন না পেরেরা

অনেক দিন ধরে শ্রীলঙ্কা দলের রাডারে নেই দিলুরুয়ান পেরেরা। সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়ানডেতে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে! তাও আবার এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে। বয়স হয়ে যাওয়ায় এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন লঙ্কান অফস্পিনিং অলরাউন্ডার। তবে চালিয়ে যাবেন ঘরোয়া ক্রিকেট।    

৩৯ বছর বয়সী পেরেরা শ্রীলঙ্কার হয়ে ৪৩টি টেস্ট খেলেছেন। ১৩ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৫টি। এর মধ্যে সবশেষ টি-টোয়েন্টিটি ছিল ২০১১ সালে! সাদা পোশাকে বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটার অভিষেক করেছিলেন ওয়ানডেতে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর প্রথম টেস্ট খেলেছেন ৭ বছর পর। শারজায় পাকিস্তানের বিপক্ষে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে খেলেছেন ৯৫ রানের দুর্দান্ত একটি ইনিংস। এই সময়ে বল হাতে তার অবদান কম ছিল না। নিয়েছেন ১৬১টি উইকেট। অফস্পিনে সবচেয়ে বেশি সফল ছিলেন ২০১৮ সালে গলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে ১০ উইকেট নিয়েছেন। সব ফরম্যাট মিলে এই অলরাউন্ডারের সংগ্রহ ১ হাজার ৪৫৬ রান ও ১৭৭ উইকেট।