মোস্তাফিজের যে পার্থক্য চোখে পড়েছে রোডসের

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়ে আবার বাংলাদেশে ফিরেছেন স্টিভ রোডস। ফিরেই পুরনো শিষ্য মোস্তাফিজুর রহমানকে পেয়ে গেছেন কুমিল্লার তাঁবুতে। বাঁহাতি পেসারকে দেখে রোডস জানালেন, মোস্তাফিজ আগের চেয়ে আরও ধারালো হয়েছেন।

এক ভিডিও বার্তায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ বলেছেন, ‘আমরা সবাই জানি ফিজ (মোস্তাফিজ) কী করতে পারে। তবে আমি যখন এখানে ছিলাম, সেই সময় থেকে এখন ওর মধ্যে পার্থক্য দেখছি। সে এখন আরও ভালো বোলার। আরও ধারালো হয়েছে। কারণ ওয়ানডে ক্রিকেটের জন্য সে কিছু ব্যাপারে উন্নতি করেছে।’

সাদা বলের ক্রিকেটে মোস্তাফিজ এখন দেশের প্রধান অস্ত্র। রোডসের মেয়াদেও বাংলাদেশ যেসব সাফল্য পেয়েছে, সেখানে অবদান রেখেছেন বাঁহাতি পেসার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর মেয়াদ শেষ হওয়ার আগেই ইংলিশ কোচকে বাদ দেয় বিসিবি। সেই বিশ্বকাপেও মোস্তাফিজ বল হাতে পেয়েছিলেন ২০ উইকেট।