হুট করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজুর রহমানের চুক্তির ঘোষণা আসে গতকাল। বুধবার জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস বাকি মৌসুমের জন্য তাকে ৬ কোটি রুপিতে কেনার কথা জানিয়েছে। এই ঘোষণার পর বিসিবি সূত্রে জানা গিয়েছিল, চুক্তির ব্যাপারে অবগত নন তারা। যদিও আজ বৃহস্পতিবার বিসিবি সূত্রে জানা গেছে, অনাপত্তিপত্র পেয়েছেন মোস্তাফিজ।
শারজায় বাংলাদেশ আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বুধবার দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এদিন সকালের ফ্লাইটে ১০ জন গেছেন, মোস্তাফিজসহ বাকিরা গেছেন সন্ধ্যার পর। মোস্তাফিজ যখন লাগেজ গোছাতে ব্যস্ত ছিলেন, তখনই দিল্লিতে সুযোগ পাওয়ার বিষয়টি সামনে আসে। শুরুতে মোস্তাফিজের অনাপত্তিপত্র নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে দুই ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘মোস্তাফিজ তো জাতীয় দলভুক্ত হয়ে ইতোমধ্যে আরব আমিরাত গেছে। আমাদের নিয়ম অনুযায়ী জাতীয় দলে সুযোগ পেলে খেলতে হয়। দিল্লি আমাদের কাছে মোস্তাফিজকে তাদের শেষ তিনটি ম্যাচে পাওয়ার অনুরোধ করেছে। আমাদের ১৭ ও ১৯ তারিখে ম্যাচ আছে, এরপর সে দিল্লির শেষ দুই ম্যাচ খেলতে পারবে।’
১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে, আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। এই সিরিজের মাঝেই ১৮ মে দিল্লি মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। লিগ পর্বে দিল্লির শেষ দুই ম্যাচ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। মিঠুর কথা অনুযায়ী দিল্লির জার্সিতে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি খেলতে পারবেন কাটার মাস্টার।
৮ দিন পর আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তার শঙ্কায় বেশ কিছু বিদেশি ক্রিকেটার আইপিএলে ফিরছেন না। তাতে কিছুটা হলেও টুর্নামেন্টের জৌলুশ কমছে।