শুক্রবার থেকেই বড় রান করবেন মুশফিক!

বিপিএল শুরুর আগের কথা। মুশফিকুর রহিমকে প্রশংসায় ভাসিয়েছিলেন খুলনা টাইগার্সের কোচিংয়ের দায়িত্ব পাওয়া প্রোটিয়া সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। তিনি মনে করেন, বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ক্রিকেট মস্তিষ্ক ও সবচেয়ে কঠিন মানসিকতার ক্রিকেটার মুশফিক। 
যদিও বিপিএলের শুরু থেকেই নিজের ছায়া হয়ে আছেন উইকেটকিপার এই ব্যাটার। দুই ম্যাচে তার রান ৬ ও ১১। শুক্রবার স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স। মুশফিকের লক্ষ্য এই ম্যাচ দিয়েই বড় রানে ফেরা।
বৃহস্পতিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে খুলনা টাইগার্স। এদিন খুলনার অধিনায়ক মুশফিককে সবচেয়ে বেশি সিরিয়াস দেখা গেছে। বরাবরের মতো সবচেয়ে বেশি নেটে সময় দিয়েছেন। প্রায় তিন ঘণ্টার মতো ঘাম ঝরিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তাই তো এই ব্যাটার ইঙ্গিত দিলেন কাল (শুক্রবার) থেকে রানে ফিরতে তিনি কতটা মরিয়া, ‘অবশ্য প্রতি ম্যাচেই চেষ্টা থাকে ইনিংসটাকে বড় করার। আশা করি, দ্রুততম সময়ে বড় রান করতে পারবো। তবে রান করার চেয়ে গুরুত্বপূর্ণ দলটাকে জয়ে ফিরিয়ে আনা। চেষ্টা করবো, যেহেতু টপ অর্ডারে খেলি, যেন বড় রান করতে পারি। অবশ্যই আমার দল যেন লাভবান হয়। সেই লক্ষ্যেই কাল মাঠে নামবো।’
করোনার কারণে সৌম্য সরকার, মোহাম্মদ শরিফউল্লাহ ও নাবিদ সামাদ আইসোলেশনে ছিলেন। চট্টগ্রাম পর্বের অনুশীলনে তিন জনই মাঠে ফিরেছেন। দলের সবাই ফেরাতে কম্বিনেশন করা সহজ হবে। দলের অধিনায়ক মুশফিক তাই বলেছেন, ‘আমি মনে করি যে তিন জন আসছে কোভিডের পর, তারা পুরোপুরি ফিট। মানসিক ও শারীরিকভাবে তারা ফিট, কালকে ম্যাচের জন্য তারা প্রস্তুত আছে।’
বিশেষ করে সৌম্যকে নিয়ে দারুণ আশাবাদী শোনালো মুশফিকের কণ্ঠ, ‘আমাদের জন্য বড় অসুবিধা ছিল প্রথম দুই ম্যাচে তাকে (সৌম্য) পাইনি। কারণ, ও শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও দারুণ কার্যকর। স্লিপে দারুণ একজন ফিল্ডার। আমরা সবাই সৌম্যকে মিস করেছি। আশা করি ও খেলবে, খেললে ইমপ্যাক্ট ইনিংস খেলবে।’