নিজের ব্যাটিং উপভোগ করেছেন মুশফিক

বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন। বাজে দিন পেছনে ফেলে লক্ষ্য বানিয়েছিলেন ‘বিপিএল’। কিন্তু প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়েই থাকলেন উইকেটকিপার ব্যাটার। আশারা কথা, রানের দেখা পেলেন তৃতীয় ম্যাচে এসে। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এমন ইনিংস খেলার পর নিজের ব্যাটিং নিয়ে  তৃপ্তি ঝরেছে তার। 

রানে ফেরার দিনটি মুশফিকের জন্য আবার স্মরণ করে রাখবার মতো। তার ৩০ বলে ৪৪ রানের ম্যাচ জেতানো ইনিংসে যে জয়ের ধারায় ফিরেছে খুলনাও। স্বাভাবিকভাবেই এমন ইনিংস খেলে তৃপ্তি পাচ্ছেন তিনি, ‘নিজের ব্যাটিং আজ উপভোগ করেছি। শেষ কয়েকটি ইনিংসে খুব বেশি সময় পাইনি। অন্য প্রান্ত থেকে ফ্লেচারও ভালো করেছে। সে আমার কাজটা সহজ করে দিয়েছে। ভালো লাগছে।’

অথচ রানে ফিরতে কঠোর পরিশ্রম করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। বৃহস্পতিবার চট্টগ্রামে আড়াই ঘণ্টার মতো অনুশীলনও করেছেন। এখন পরের ম্যাচগুলোতেও এই ধারা অব্যাহত রাখতে চান মুশফিক, ‘আমাদের সামনে আরও অনেক ম্যাচ আছে। কালও (শনিবার) একটি বড় ম্যাচ আছে। সেটার জন্য প্রস্তুত হচ্ছি।’

ম্যাচ জিততে লঙ্কান পেসার থিসারার পেরেরার সঙ্গে খুলনার অন্য বোলাররাও দারুণ বোলিং করেছেন। সবমিলিয়ে স্বাগতিক চট্টগ্রামকে ১৪৩ রানে থামিয়েছে খুলনা। বোলাদের প্রশংসা করে খুলনার অধিনায়ক আরও বলেছেন, ‘ছেলেরা এই উইকেটে যেভাবে বোলিং করেছে, সেটা এক কথায় অসাধারণ। ফিল্ডিংও দারুণ ছিল। আমরা জানতাম এই উইকেটটা কেমন হবে। তাই উইকেট নিয়ে না ভেবে নিজেদের দক্ষতা নিয়ে ভেবেছি। চেষ্টা করেছি, ওদের অল্প রানে বেঁধে ফেলতে।’