সাকিবের কাছে পাপনের প্রশ্ন, আইপিএলে দল পেলে কী করতো?

মানসিক অবসাদ ক্রিকেট দুনিয়ার প্রায়ই শোনা যায়। অনেক ক্রিকেটারই সাময়িক বিরতিতে যান। তবে সাকিব আল হাসানের মানসিক অবসাদের বিষয়টি একটু প্যাঁচ লাগানো। যাতে অনেক ক্রিকেটপ্রেমীর মনে একটা প্রশ্ন দানা বেঁধেছে। সেটিই যেন বেরিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মুখ থেকে।

সাকিব বলেছেন, বর্তমানে মানসিক ও শারীরিক যে অবস্থানে আছেন, তাতে করে ক্রিকেট খেলাটা সম্ভব নয়। ফলে কিছু দিনের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যেতে চান তিনি। এখন প্রশ্ন হলো, আইপিএলে দল পেলে সাকিবের বক্তব্য কি একই থাকতো? প্রশ্নটা আর কেউ নন, খোদ বিসিবি সভাপতি পাপনই রেখেছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে।

আইপিএলে খেলার কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। বিসিবিও তার সেই আবেদনে সাড়া দিয়ে রেখেছিল। কিন্তু এই অলরাউন্ডার যখন আইপিএলে দল পেলেন না, তখন থেকে আলোচনা ছিল, এবার তাহলে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে আর কোনও সমস্যা থাকলো না সাকিবের। সেই অনুযায়ী বাংলাদেশ দলও জানানো হয়। কিন্তু হঠাৎই সাকিব জানালেন, বর্তমানে তিনি ক্রিকেট খেলার অবস্থানে নেই।

সাকিবের বক্তব্যে পাপন বিচলিত না হলেও প্রশ্ন রেখেছেন ঠিকই। আইপিএলকে সামনে এনে বিসিবি সভাপতির জিজ্ঞাসা, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো আইপিএলেও খেলতে নাম দিতো না। লজিক্যালি চিন্তা করে তো আমার তা-ই মনে হয়। ও যদি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তাহলে তো আইপিএলের জন্য খেলতে যাওয়ার কথা না। কিন্তু সে তো আবেদন করেছে। তাহলে কি আইপিএলে সুযোগ পেলেও এরকম বলতো…বলতো খেলবো না?’

আফগানিস্তান সিরিজ শেষে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাকিব। যাওয়ার আগে এই অলরাউন্ডার বিমানবন্দরে বলে যান তার মানসিক অবস্থার কথা। বিষয়টি মোটেও পছন্দ হয়নি পাপনের, ‘আমরা মোটেও বিচলিত নই। ও মানসিক, শারীরিকভাবে বিপর্যস্ত। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেওয়া... ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারতো। কোচের সঙ্গে কথা বলতে পারতো। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারতো। হঠাৎ করে এভাবে চমক দেওয়া! কেন করছে অনেকে এটা পছন্দ করেনি।’