মিরপুরে সাকিব-পাপন বৈঠক

বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিলেও সাকিব আল হাসান দেশেই আছেন। মানসিক ও শারীরিক অবসাদে দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি ছুটি চেয়েছিলেন। সাকিবের চাওয়া মতো আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বিসিবি। তার বিশ্রাম ঘোষণার দিনই বিসিবি থেকে জানানো হয়েছিল সাকিব দুবাই থেকে দেশে ফেরার পর এই অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে। এরই ধারাবাহিকতায় মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব বৈঠকে বসেছেন।

আজ (শনিবার) বেলা সাড়ে ১২টার পর মিরপুরে আসেন পাপন। কিছুক্ষণ পর সাকিব বিসিবি কার্যালয়ে প্রবেশ করেন। কী নিয়ে তাদের আলোচনা সেটা স্পষ্ট করে দিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, ‘এটার (সাকিবের ভবিষ্যৎ) উত্তর এখন দিতে পারছি না। এটা বোর্ডের সিদ্ধান্ত। সাকিবকে নিয়ে কোনও কিছু করতে হলে আমাদের আলোচনা করতে হবে। সে (সাকিব) আসুক। সে নিজেই বলেছে যে, আমাদের সঙ্গে বসবে। এরপর তার পরিকল্পনা শুনি, সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করবো। এরপর বোর্ড সভাপতিও (নাজমুল হাসান পাপন) আমাদের সঙ্গে বসবেন। এরপর তার যে পরিকল্পনা সেটা জানাবে।’

মূলত সাকিবের হুট-হাট ছুটি নেওয়াতে বিরক্ত বিসিবির পরিচালকসহ টিম ম্যানেজমেন্ট। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও নানা সময় তাদের মুখ থেকে সেই বিরক্তিকর বক্তব্য ফুটে উঠেছে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় সাকিবের ওপর খেপে গিয়েছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এখন ফুলস্টপের সময় চলে এসেছে, যথেষ্ট হয়েছে। আপনি বিসিবির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারেন না। আপনি বলতে পারেন না যে আমি খেলবো, খেলবো না। আপনি যদি খেলতেই চান, তাহলে ঠিকমতো খেলেন। যদি খেলতে না চান, তাহলে বলে দেন। যদি বিরতি চান, তাহলে পুরোপুরি বিরতি নেন।’

সাকিব টেস্ট খেলতে আগ্রহী নন। নানা সময় এমন বক্তব্য দিতে  দেখা গেছে বোর্ড সভাপতিকেই। তবু সাকিবকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে বিসিবি। সাকিবকে রাখা প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছিলেন, ‘ও (সাকিব) ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফর থেকে। তারপর থেকে ও এভেইলেবল। আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী তিন ফরম্যাটের জন্যই ও এভেইলেবল আছে। ও অনেক বড় মাপের খেলোয়াড়। বিশ্বের সেরা অলরাউন্ডারের একজন। ওর কাছে সবসময় সেরাটাই আমরা চাই। সেজন্য ওকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে।’