অঘটন ঘটাতে চায় স্কটল্যান্ড

বাংলাদেশের যুবাদের হারিয়ে অঘটন ঘটাতে চায় স্কটল্যান্ড। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগে উঠে দেশকে গর্বিত করার লক্ষ্য নিয়ে আগামীকাল রবিবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা।স্কটল্যান্ড অ-১৯ টিম
শনিবার দুপুরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দলের অধিনায়ক নেইল ফ্লক। তিনি বলেন, ‘কোয়ালিফাইংয়ে সবার প্রত্যাশাকে ছাড়িয়ে আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। এখন বিশ্বকাপেও আমরা দেশকে গর্বিত করতে চাই। সেটা না করে আমরা ফিরতে চাই না।’

জুনিয়র টাইগারদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারি আমরা। প্রথম ম্যাচে দিনটি আমাদের ভালো যায় নি। ক্রিকেট একটি ফানি স্পোর্টস, যে কোনও কিছুই হতে পারে। কে জানে, বড় অঘটন ঘটিয়ে স্কটল্যান্ড ঠিকই গ্রুপ পর্ব উতরে যাবে!’

রবিবার আইরিশদের হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে নেপাল ক্রিকেট দল। তাইতো বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে স্কটিশ অধিনায়ক বলেন, ‘নেপাল আমাদের অনুপ্রেরণা হতে পারে। এমন অপ্রত্যাশিত ফল ক্রিকেটে আগে অনেকবারই হয়েছে। আবার কেন হবে না?’

নামিবিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারটি দূর্ভাগ্যজনক হিসেবে দেখছেন ফ্লুক। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের হারটা ছিল হতাশাজনক। এমন হার মেনে নেওয়া কঠিন। আরও দুটি ম্যাচ বাকি আছে, দুটিই কঠিন। দেখা যাক, আমরা অঘটন ঘটাতে পারি কিনা। আমাদের বিশ্বকাপ এখনও শেষ হয়নি। অবশ্যই আমরা এখনও গ্রুপ পর্ব পেরোতে পারি।’

/আরআই/এমআর/