আইপিএল

জয়সওয়ালের ফিফটির পর হেটমায়ার ঝড়ে রাজস্থানের জয়

ওপেনিংয়ে দারুণ এক হাফসেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে দিলেন যশস্বী জয়সওয়াল। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসের জয় নিশ্চিত করলেন শিমরন হেটমায়ার। তাতে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রাপ্তিতে প্লে-অফের পথ সুগম করলো সঞ্জু স্যামসনরা।

আজ (শনিবার) আইপিএলে দিনের প্রথম খেলায় পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান। জনি বেয়ারস্টোর হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব। কঠিন এই লক্ষ্য জয়সওয়াল ও হেটমায়ারের চমৎকার ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ২ বল আগে টপকে যায় রাজস্থান। এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পাঞ্জাব।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় পাঞ্জাব। শিখর ধাওয়ান ১২ রান করে আউট হলেও বেয়ারস্টোর ব্যাটে রানের চাকা ছুটতে থাকে। ইংলিশ ব্যাটার ৪০ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৫৬ রানের ইনিংস। তবে সবচেয়ে ভয়ংকর ছিলেন জিতেশ শর্মা। এই ব্যাটার ১৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। এছাড়া ভানুকা রাজাপাকশে ১৮ বলে ২৭ ও লিয়াম লিভিংস্টোন ১৪ বলে করেন ২২ রান।

যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। আর একটি করে ‍উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবিচন্দ্রন অশ্বিন।

১৯০ রানের লক্ষ্যে ৪ ওভারে ওপেনিংয়ে ৪৬ রান পায় রাজস্থান। জস বাটলার ঝড় আজও উঠেছিল। তবে দীর্ঘস্থায়ী হয়নি। ১৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩০ রান করে আউট হন তিনি। তবে আরেক ওপেনার জয়সওয়াল রান বাড়িয়ে নিয়েছেন। চমৎকার ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটার ৪১ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৬৮ রান।

তার বিদায়ের পর বাকি কাজ সেরেছেন হেটমায়ার। ব্যাটে ঝড় তুলে রাজস্থানকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়। ক্যারিবিয়ান ব্যাটার ১৬ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৩১ রানে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এছাড়া দেবদূত পড়িকল ৩১ ও অধিনায়ক স্যামসন করেন ২৩ রান।

পাঞ্জাবের আর্শদীপ সিং ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা ও রিশি ধাওয়ান।