মুশফিকের অবসর গুঞ্জন: কী বলছেন জেমি সিডন্স

হঠাৎই মুশফিকুর রহিমের অবসর নিয়ে গুঞ্জন-আলোচনা! একদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সিনিয়র ক্রিকেটাররা স্বেচ্ছায় সরে না দাঁড়ালে বোর্ড হস্তক্ষেপ করবে। যদিও বিসিবি সভাপতি কারও নাম উল্লেখ করে কথাগুলো বলেননি। তবু মুশফিকের অবসর নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিরক্ত বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিককে নিয়ে সিডন্সের কাছে প্রশ্ন ছুটে এলো। উইকেটকিপার ব্যাটারের অবসর নিয়ে আলোচনা নেতিবাচক কোনও প্রভাব ফেলতে পারে কিনা, এমন প্রশ্নে সিডন্স বললেন, ‘আপনাদের উচিত নেগেটিভ কথা বাদ দেওয়া। ওদের (ক্রিকেটারদের) চাপ দেওয়া বন্ধ করা। একটি সিরিজ ভালো না করলেই চাপ দেবেন না। তাদেরকে সবসময় প্রেরণা জোগান। তাহলে ওদের এই চাপ থাকবে না।’

সিডন্স মনে করেন, এই আলোচনা থামিয়ে মুশফিক ঘুরে দাঁড়াবেন, ‘মুশফিকের সব মনোযোগ এই ম্যাচগুলোয়। আমার মনে হয় না, কোনও সংস্করণে নিজের ক্যারিয়ার নিয়ে কোনও দুর্ভাবনা তার মধ্যে আছে। তার ভাবনা পুরোটাই এই দুই টেস্ট ঘিরে।’

সঙ্গে যোগ করলেন, ‘সব ভালো ক্রিকেটারের এমন সময় আসে, যখন রান করে না। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়ায় বলেই তারা গ্রেট। মুশি (মুশফিক) আমাদের সফলতম টেস্ট ব্যাটার। দক্ষিণ আফ্রিকার মতো একটি সিরিজ যেতেই পারে, আবার সে ঘুরে দাঁড়িয়ে রান করবে।’

এদিকে ঢাকায় মুশফিককে নিয়ে কথা বলেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। বোর্ড সভাপতি পাপনের প্রসঙ্গ টেনে রাজ্জাক বলেছেন, ‘এগুলো আসলে কিছু হয়নি। পাপন ভাই যেটা বলেছে, সেটা কিন্তু অযৌক্তিক নয়। উনি কিন্তু কারও নাম ধরে বলেননি। কিন্তু সবাই মুশফিকের কথা বলছে, আমি জানি না। অথচ মুশফিকের নাম উচ্চারণ করেননি।’