X
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১

ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৮:০৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৮:১৭

৩৩.৪ ওভারের হুট করেই কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলা। ছক্কা নাকি আউট-সেটা নিয়ে উত্তেজনা চলে মিনিট দশেক। শেষ পর্যন্ত অনুমান থেকে ফিল্ড আম্পায়ার মুশফিকুর রহিমকে আউট দিলে পুনরায় শুরু হয় ম্যাচ। যদিও বিসিবির সম্প্রচারিত ইউটিউব চ্যানেলের রিপ্লেতে দেখা গেছে মুশফিক আউট ছিলেন না। বাউন্ডারি লাইনে আবু হায়দার রনি দারুণ একটি ক্যাচ নিলেও তার পা বাউন্ডারি দড়ি স্পর্শ করে ফেলেছে। তার পরেও প্রযুক্তি না থাকায় ছক্কা মেরে আউট হয়ে সাজঘরে ফিরে যান মুশফিক।

প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে মোহামেডানের দেওয়া ৩১৮ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করছিল প্রাইম ব্যাংক। ৩৩.৪ ওভার চলাকালে স্পিনার নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারি মুশফিক টেনে উড়িয়ে মারেন। ডিপ মিড উইকেটে থাকা মোহামেডানের পেসার আবু হায়দার অনেকটা দৌড়ে লাফিয়ে দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন। এ সময় তার পা বাউন্ডারি দড়িও স্পর্শ করে, যদিও সেটি খেয়াল করেননি তিনি। ক্যাচ নিয়েই উল্লাসে মাতেন। শুরু হয় মোহামেডানের উইকেট উদযাপন। আউট ভেবে সাজঘরের পথে হাঁটা ধরেন ১২ বলে ১০ রান করা মুশফিক। একটু পরই তাকে থামান মাঠের আম্পায়ার। সীমানা ঘেঁষে ভেতরে অপেক্ষা করতে থাকেন তিনি।  কিছুক্ষণ পর প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা বিসিবির ইউটিউব চ্যানেল থেকে ক্যাচের ওই দৃশ্য রিপ্লেতে বারবার দেখে আম্পায়ারদের উদ্দেশ্যে কিছু বলতে থাকেন।  

এমনটা হওয়ার কথা ছিল না। কিন্তু প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার নেই, ফলে টিভি রিপ্লেরও ব্যবস্থা নেই। তাই নির্দিষ্ট ঘটনা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়ার মতো দায়িত্বশীল কেউ নেই কোনো ভেন্যুতেই। অনেক সময় অনুমাননির্ভর সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। এই ম্যাচেও অনেকটা অনুমানের ওপর নির্ভর করে মুশফিক আউট হয়েছেন। 

যেহেতু প্রযুক্তির ব্যবহার নেই, এসব ক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত দেওয়া হয়? এমন প্রশ্নের উত্তরে এই ম্যাচের রেফারি রকিবুল হাসান বলেছেন, ‘প্রিমিয়ার লিগের ম্যাচ বিসিবির চ্যানেলে যেটা টেলিকাস্ট হচ্ছে, এটা টিভি টেলিকাস্ট নয়। এসব ক্ষেত্রে ফিল্ডার কী বলছেন, সেটা শোনা হয়। ফিল্ডারের সঙ্গে কথা বলে আম্পায়ার যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত।’

যদিও জানা গেছে ফিল্ড আম্পায়াররা মোহামেডানের অধিনায়কের কাছে গিয়েছিলেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করলে আপত্তি থাকবে কিনা। ইমরুল স্পষ্ট করে বলেছেন, তাদের আপত্তি থাকবে। যার কারণে শেষ পর্যন্ত ছক্কা মেরেও মুশফিককে আউট হতে হয়েছে!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে কে কোন পুরস্কার জিতলেনবরিশাল আড়াই কোটি, চিটাগং দেড় কোটি
সংকট কেটে গেছে, প্রথম বিভাগ ক্রিকেট শুরু ৩০ জানুয়ারি
তামিমকে বিদায়ী বার্তায় মুশফিক-মাহমুদউল্লাহ যা বললেন
সর্বশেষ খবর
বিদ্রোহী ১৮ ফুটবলারকে নিয়ে যা বললেন বাফুফে সভাপতি
বিদ্রোহী ১৮ ফুটবলারকে নিয়ে যা বললেন বাফুফে সভাপতি
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
২৪ ঘণ্টায় অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার
২৪ ঘণ্টায় অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার
কিশোরগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে আহত ২০
সর্বাধিক পঠিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব